• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কারা উঠল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে, ইউরোপাতেই বা কারা?

    কারা উঠল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে, ইউরোপাতেই বা কারা?    

    শেষ হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ড। এর মধ্যেই ১২টি দল নিশ্চিত করে ফেলেছে নকআউট। আবার কেউ কেউ নিশ্চিত করেছে ইউরোপাও। এক নজরে দেখা আসা যাক...

    কারা নকআউটে?

    নাপোলি, লিভারপুল, ক্লাব ব্রুশ, পোর্তো, বায়ার্ন, ইন্টার মিলান, চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, ডর্টমুন্ড, পিএসজি, বেনফিকা- এই ১২টি দল নিশ্চিত করেছে শেষ ১৬। এর মধ্যে বায়ার্ন, ম্যান সিটি, চেলসির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। ইন্টার ও ডর্টমুন্ডের রানার আপ হওয়া নিশ্চিত। অন্য গ্রুপগুলোতে কারা চ্যাম্পিয়ন হবে তা ঠিক হবে শেষ রাউন্ডের পর। নিয়ম অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে রানার আপের। তবে একই দেশের দুই ক্লাব মুখোমুখি হতে পারবে না।

     

    ইউরোপায় কারা?

    আয়াক্স, অ্যাটলেটিকো, বার্সেলোনা, শাখতার, সেভিয়া, জুভেন্টাস- এই বড় দলগুলোর এর মধ্যেই ইউরোপা নিশ্চিত হয়ে গেছে। তাদের অবশ্য ইউরোপার গ্রুপ পর্বে খেলতে হবে না, সরাসরি খেলবে শেষ ৩২ এর নকআউটে