• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লেস্টারের জয়ে যাদের "সর্বনাশ"

    লেস্টারের জয়ে যাদের "সর্বনাশ"    

    মৌসুমের শুরুতে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০ /১। মানে ইংলিশ প্রিমিয়ার লিগে দলটার পক্ষে ১ ডলার বাজি ধরলে আপনি ৫ হাজার ডলার ফেরত পাবেন। এই মুহূর্তে এলভিস প্রিসলির বেঁচে থাকার, কিম কারডাশিয়ান বা জাস্টিন বিবারের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার, বারাক ওবামার ইংল্যান্ডের ক্রিকেট দলের হয়ে নাম লেখানোর সম্ভাবনা লেস্টারের শিরোপা জেতার মতোই। লেস্টারের শিরোপা জয় কতটা অবিশ্বাস্য, সেটা বোধ হয় আর ব্যাখ্যা করার দরকার নেই।

    তবে ফুটবল বিশ্বে তোলপাড় পড়ে গেলেও সবাই লেস্টারের জয় উদযাপন করতে পারেননি। বিশেষ করে, বাজিকর প্রতিষ্ঠানের তো মাথায় হাত। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল কিংবা লিভারপুলের মতো ক্লাবগুলো শিরোপা জিতলে বাজিকরদের যে পরিমাণ টাকা পরিশোধ করতে হত, লেস্টার চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই সে অর্থের অংকটা বেড়ে গিয়ে রীতিমতো আকাশ ছুঁয়েছে!

    স্কাই বেট জানিয়েছে,  লেস্টার চ্যাম্পিয়ন হওয়ায় তাদের রেকর্ড পরিমাণ অর্থ গুনতে হচ্ছে। অংকটা ছাড়িয়ে যেতে পারে ৪.৫ মিলিয়ন পাউন্ড। প্রতিষ্ঠানটির মালিক স্যান্ড্রো ডি মিচেলে আক্ষেপ করে বলেছেন, ‘এবারের মৌসুমের শুরুতে মানুষ এটা নিয়ে ঠাট্টা করছিল। মৌসুম শেষে সেই হাসি-তামাসার ব্যাপারটাতেই আমাদের টাকা ঢালতে হচ্ছে।’ মৌসুমের শুরুতে ১২৮ জন স্কাই বেটে লেস্টারের পক্ষে বাজি ধরেছিল।

    লেস্টার চ্যাম্পিয়ন হওয়ায় ২.২ মিলিয়ন পাউন্ড গচ্চা দিতে হবে বাজিকর প্রতিষ্ঠান উইলিয়াম হিলকে। বেটফ্রেড অবশ্য উৎসাহী লেস্টারের পক্ষে বাজির এই অভাবনীয় সাফল্য দেখে। তারা বলছে, আসছে মৌসুমে তারা নবাগত বার্নলির বাজির দর নির্ধারণ করবে ৫০০০-১।

     বাজিকর প্রতিষ্ঠান কোরালে প্রিমিয়ার লিগ নিয়ে মোট ৫ লাখ পাউন্ড বাজি ধরা হয়েছিল। এখন লেস্টার জেতায় তাদেরকে ২ লাখ ২০ হাজার পাউন্ড দিতে হবে। বাকিদের তুলনায় তাদের লোকসান কমই বলতে হবে!