চেলসিকে হ্যারি কেনের খোঁচা !
প্রিমিয়ার লিগ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল টটেনহ্যাম। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সাথে ২-২ গোলে ড্র করায় ইংলিশ লিগের ট্রফি জেতার স্বপ্নটা ধূলিসাৎ হয়েছে স্পারসদের। টটেনহ্যামের ড্রয়ে ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গেছে লেস্টার সিটিতে। গতরাতে কেইন-লামেলাদের শিরোপা স্বপ্ন ভেঙ্গে দিয়েই উৎসবে মেতেছিল স্ট্যামফোর্ড ব্রিজও। ম্যাচের ফলাফল ড্র; তাতেও হৈ-হুল্লায় মেতেছে ব্লুজরা। চেলসির এমন কান্ড দেখে রীতিমত অবাক হয়েছেন স্পারস স্ট্রাইকার হ্যারি কেইন।
চেলসির অমন উৎসব দেখে সাবেক চ্যাম্পিয়নদের খোঁচা মারার সুযোগটা ছাড়েননি এই স্ট্রাইকার, “গতরাতে তাঁরা (চেলসি) স্পারদের সাথে ২-২ এ ড্র করে এমনভাবে উদযাপন করছিল যেন লেস্টার নয়, চ্যাম্পিয়ন হয়েছে চেলসি! যখন সাবেক চ্যাম্পিয়নরা শিরোপা জেতার মত উৎসব করছে, তখন বুঝতে হবে যে আমরা ভালো কিছুই করছি।” এই স্পারস স্ট্রাইকার সামনের মৌসুমে একইরকম পারফর্মেন্স করার আশাও জানিয়েছেন, “ আমরা যেমন খেলছি সেটাই ধরে রাখতে হবে। আমাদের দারুণ কিছু খেলোয়াড় রয়েছে। সেই সাথে রয়েছে অসাধারন কোচ এবং স্টাফ। আমাদের এই ধারাটা বজায় রাখতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।”
চেলসির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কেইন এবং সনের গোলে ২-০ তে এগিয়ে ছিল টটেনহ্যাম। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসির পক্ষে গোল করেন গ্যারি ক্যাহিল। এরপর খেলার শেষদিকে এডেন হ্যাজার্ডের গোলে সমতায় ফেরে চেলসি। আর তাতেই ১৯৬১ সালের পর আবার শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল টটেনহ্যামের। তবে হতাশা সরিয়ে লেস্টারকে কৃতিত্ব দিতে ভুলেন নি হ্যারি কেইন, “আমরা দারুণ একটি মৌসুম পার করেছি। তবে কৃতিত্ব দিতে হবে লেস্টার সিটিকে। শিরোপা জেতার জন্য তাঁদের অভিনন্দন। এই মৌসুমটা কি অসাধারণ খেলেছে তাঁরা!”
খুব কাছে এসেও ছোঁয়া হলো না প্রিমিয়ার লিগের শিরোপা। তবে স্পারসদের হতাশ না হয়ে সামনের মৌসুমে ভালো করে দেখাবার প্রত্যয় ব্যক্ত করছেন হ্যারি কেইন, “আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, শেষ পর্যন্ত লড়াই করেছি। আমাদের এখান থেকে শেখার আছে। আমি প্রত্যেকের জন্য গর্বিত। টটেনহ্যাম ক্লাবের জন্যেও আমি গর্ববোধ করি। আমাদের এখন ঠিক পথে চলতে হবে এবং মৌসুমের বাকিটা সঠিকভাবে পার করতে হবে। এরপর আমরা আগামী মৌসুমের জন্য মুখিয়ে থাকবো।”