• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    একজনের শুরু, আরেকজনের শেষ

    একজনের শুরু, আরেকজনের শেষ    

    এটা ছিল একজনের জন্য জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ, আরেকজনের প্রথম বিশ্বকাপ ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই সেখানে উপস্থিত থাকলেও আগমনী ও বিদায়ী- দুজন খেলোয়াড়ই ব্যর্থ হয়েছিলেন সেদিন। তবে কোন একটা জগতে প্রবেশের শুরু আর শেষের সময়টায় পারফরমেন্স নিয়ে খুব কম খেলোয়াড়ই চিন্তা করেন। নানা রকম অদ্ভূত-অদ্ভূত ব্যাপার তখন খেলা করে মাথায়।

     

     

    জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বেশ কিছু বিষয় টেনে আনলেন স্টুয়ার্ট ব্রড। “অ্যান্টিগায় অস্ট্রেলিয়া ও বার্বাডোজে বাংলাদেশের বিপক্ষে আমি ছিলাম দ্বাদশ খেলোয়াড়, সুযোগটা আসে আমাদের শেষ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অবশ্য ততদিনে আমাদের সেমিফাইনালে না যাওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তবুও প্রথমবারের মত একাদশে সুযোগ পেয়ে সাংঘাতিক রকম উত্তেজিত ছিলাম আমি।”

     

    ২১শে এপ্রিল, ২০০৭। ব্রডের বিশ্বকাপ অভিষেকের সেই দিনটায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন ক্যারিবিয়ান ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারা। ব্যাটিংয়ে নামার সময় দুই দলের খেলোয়াড়দের থেকে পেয়েছেন ‘গার্ড অব অনার’। জীবনের শেষ আন্তর্জাতিক ইনিংসটা অবশ্য মনে রাখার মত ছিল না। মাত্র ১৮ রান করেই রান-আউট হয়ে ফিরতে হয় তাঁকে। আর আউট হওয়ার সেই ওভারটা কার ছিল জানেন? স্টুয়ার্ট ব্রডের! ছবি-সূত্রঃএএফপি