• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কোনো বড় তারকা চান না রানিয়েরি

    কোনো বড় তারকা চান না রানিয়েরি    

    সংবাদ সম্মেলনে ঢোকার সঙ্গে সঙ্গেই উপস্থিত সব সাংবাদিকেরা উঠে দাঁড়ালেন। পরিচিত সেই হাসিমুখে একে একে সবার সঙ্গে হাত মেলালেন ক্লদিও রানিয়েরি।  লেস্টার সিটিকে রূপকথার এক শিরোপা এনে দেওয়ার পর এই সংবর্ধনা তো রানিয়েরির প্রাপ্যই।

    কদিন আগেই চেলসি-টটেনহাম ড্রয়ের পর নিশ্চিত হয়ে গেছে, প্রিমিয়ার লিগ নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে। শিরোপা নিশ্চিত হওয়ার পর আজ প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন রানিয়েরি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছিল, সামনের মৌসুমে কি বড় তারকা নিয়ে আসছেন রানিয়েরি? মাহরেজ, ভার্ডিরা সবাই দলে থাকবেন তো? রানিয়েরি এখানেও স্বভাবসুলভ রসিকতার সুরে বললেন, "আমি কোনো বড় তারকা এখানে চাই না। এখন যারা আছে তারা সবাই ভালো। হ্যাঁ, তারপরও তো ভালো কিছু খেলোয়াড় তো আমাকে আনতেই হবে।"
     


    কিন্তু এই মুহূর্তে যারা দলে আছে, তারা যদি দল ছেড়ে যান ? রানিয়েরি সবাইকেই ধরে রাখার ব্যাপার আশাবাদী, "আমি খুবই, খুবই আত্মবিশ্বাসী। আমি সব খেলোয়াড়কেই বলেছি, আরও এক বছর থাক।  ক্লাব ছেড়ে যেও না। অন্য কোনো ক্লাবে গেলে হয়তো সুযোগই পাবে না।" অবসরের প্রসঙ্গটাও উঠে এলো। এবার রানিয়েরি মৃদু হেসে জানিয়ে দিলেন, এখনই সেরকম ইচ্ছা তাঁর নেই। নিজেকে টিঙ্কারম্যান নয়, থিঙ্কারম্যান বলেও দাবি করলেন।

    ক্যারিয়ারে এই প্রথম কোনো লিগ জিতলেন। রানিয়েরির জীবনের সেরা মুহূর্ত কি না, সেই প্রশ্নও উঠে এলো। লেস্টার কোচ অবশ্য সেরকম কিছু বললেন না, "আমি এখনো ক্যালিয়ারিকে সিরি সি থেকে সিরি বিতে, পরে সিরি আ তে নিয়ে আসাটা মনে রাখব।" কোচিং ক্যারিয়ারের শুরুতে ওই অসাধ্য সাধন করেছিলেন রানিয়েরি।

    তবে এই মৌসুমে যা করেছেন, তার চেয়ে কঠিন কিছু করা কঠিন!