লেস্টারের জয়ে হাসপাতালে ভীড়!
মাত্রই এভারটনকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়াম উৎসবে মাতোয়ারা। পুরো লেস্টার শহরেই ছড়িয়ে গেল সেই উৎসবের রেণু। কিন্তু এর মধ্যেই একদল মানুষ আনন্দ দূরে থাক, দম ফেলারও সময় পেল না। লেস্টার সিটির হাসপাতালের চিকিৎসকরা যে পরশু মহাব্যস্ত ছিলেন!
লেস্টার সিটির প্রধান হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কাল-পরশু হাসপাতালের জরুরি বিভাগে স্মরণকালের সবচেয়ে বেশি ভীড় ছিল। কিন্তু সেটার সঙ্গে লেস্টারের শিরোপা জেতার সম্পর্ক কী? চিকিৎসা নিতে যারা এসেছিলেন, তাড়া অনেকেই আনন্দ করতে গিয়ে বেসামাল হয়ে চোট পেয়েছেন। অনেকেই আবার মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করেছিলেন। স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণ ভীড় ছিল তাই হাসপাতালে। চিকিৎসকেরা অবশ্য জানিয়েছেন, তারা এমন কিছুর জন্য প্রস্তুত ছিলেন। শনিবার রাত ও রোববার সকালে হাসপাতালে এত ভীড় কখনোই ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ তাই অনুরোধ করেছে, খুব বড় কিছু না হলে প্রাথমিক চিকিৎসা নিজেদের বাড়িতেই নিতে। সমর্থকেরা সে কথা শুনলে তো!