শান্ত-মুশফিকের পর সাকিবের ব্যাটে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের
বাংলাদেশ-ইংল্যান্ড
৩য় ওয়ানডে, চট্টগ্রাম (টস-বাংলাদেশ/ব্যাটিং)
বাংলাদেশ- ২৪৬, ৪৮.৫ ওভার (সাকিব ৭৫, মুশফিক ৭০, শান্ত ৫৩, আর্চার ৩/৩৫, রশিদ ২/২১)
আগের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া, চট্টগ্রামে বাংলাদেশের লক্ষ্য তাই ওয়াইটওয়াশ এড়ানো। মান বাঁচানোর লড়াইয়ে দুই ওপেনারের ব্যর্থতায় শুরু ব্যাটিং। সেখান থেকে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমের ৯৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরা। দারুণ ফিফটিতে শেষটা করেছেন সাকিব আল হাসান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরেন লিটন। ইনিংসের তৃতীয় ওভারে স্যাম কারানের বলে সহজ ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক তামিমও। ১৭ রানে ২ উইকেট হারানো দলকে এরপর টেনেছেন শান্ত ও মুশফিক। দুজন মিলে গড়েছেন ৯৮ রানের জুটি। আদিল রশিদ-রেহান আহমেদের লেগস্পিন ভালোই সামলাচ্ছিলেন দুজন।
ফিফটি ছোঁয়ার পর মুশফিকের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন শান্ত। বাঁহাতি এই ব্যাটার আউট হয়েছেন ৫৩ রানের ইনিংস খেলে। ফিফটি করা মুশফিকের সাথে সাকিবের জুটি ততক্ষণে বেশ জমে উঠেছিল। ব্যক্তিগত ৭০ রানের মাথায় আদিল রশিদের গুগলই বুঝতে না পেরে সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। মাহমুউদুল্লাহ এসে এক ছক্কায় পাল্টা আক্রমণের বার্তা দিলেও কাটা পড়েছেন রশিদের লেগস্পিনেই।
শুরুর ধ্বসের পর মেরামত, অতঃপর আবার থুবড়ে পড়া বাংলাদেশের ইনিংসে এরপরের গল্পটা লিখেছেন সাকিব আল হাসান। চলতি সিরিজে পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটির দেখা। মাঠ ছাড়ার আগে ৭১ বলে ৭ চারে করেছেন দলীয় সর্বোচ্চ ৭৫ রান। জফরা আর্চার ৩টি, স্যাম কারান ও আদিল রশিদ নেন দুইটি করে উইকেট।