• ইংল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    শান্ত-লিটনের বড় জুটির পরও বাংলাদেশের ভোগান্তি ডেথ ওভার

    শান্ত-লিটনের বড় জুটির পরও বাংলাদেশের ভোগান্তি ডেথ ওভার    

    বাংলাদেশ-ইংল্যান্ড

    ৩য় টি-টোয়েন্টি মিরপুর, টস-(ইংল্যান্ড/বোলিং)

    বাংলাদেশ, ১৫৮-২, ২০ ওভার (লিটন ৭৩, শান্ত ৪৭, আদিল রশিদ ১/২১, জর্ডান ১/২১)  

    গোটা ইংল্যান্ড সিরিজেই যেন নিজেকে হারিয়ে খুঁজেছেন লিটন দাস। অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এসে ছন্দ ফিরল লিটনের ব্যাটে। ডানহাতি এই ব্যাটারের ক্যারিয়ারসেরা ইনিংসে ভর করে ইংলিশদের ১৬২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তার সাথে টান দ্বিতীয় ফিফটি ছুঁয়েছেন ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত।

    টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে রনি তালুকদারের সাথে লিটনের হয়েছিল ৫৫ রানের জুটি। জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি রনি। আদিল রশিদের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়ে ২৪ রানে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। রনির বিদায়ের পর শান্তকে নিয়ে দলের হাল ধরেছিলেন লিটন। দ্বিতীয় উইকেটে দুজনের হয়েছিল ৮৪ রানের জুটি। সেই জুটির পথে ৪১ বলে ৮ চারে ফিফটি ছুঁয়েছেন লিটন দাস। ৫১ রানে ক্যাচ দিয়ে জীবন পাওয়ার পরেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম ফিফটিকে বেশিদুর টেনে নিয়ে যেতে পারেননি তিনি। ৫৭ বলে ১০ চার ও এক ছক্কায় ৭৩ রানে আউট হয়েছেন ডানহাতি এই ওপেনার। 

    এই ম্যাচেও রানের দেখা পেয়েছেন আগের দুই টি-টোয়েন্টির জয়ের নায়ক শান্ত। ২ ছক্কা ও ১ চারে ৩৬ বলে ৪৭* করেছেন বাঁহাতি এই ব্যাটার। শুরুর দিকের ছন্দ অবশ্য শেষে এসে ধরে রাখতে পারেননি তিনি। ব্যাটে-বলে এক করতে বেশ হিমশিম খেয়েছেন তিনি। শান্ত-লিটন মিলে যে ভিতটা গড়েছিলেন তাতে ১৮০ ছুঁইছুঁই লক্ষ্য ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশকে। 

    কিন্তু ডেথ ওভারের ব্যাটিংই ভুগিয়েছে তাদের। শেষ চার ওভারে আর্চার-কারান-জর্ডানদের দারুণ বোলিংয়ে লিটনের বিদায়ের পর মাত্র ২২ রান তুলতে পেরেছেন সাকিব-শান্ত মিলে। একটি করে উইকেট নিয়েছেন জর্ডান ও রশিদ।