• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    এক নজরে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ ড্র:কাদের প্রতিপক্ষ কারা

    এক নজরে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ ড্র:কাদের প্রতিপক্ষ কারা    

    নিয়নে হয়ে গেল ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউয়েফা ইউরোপা লিগের ড্র। দুই জায়গায় দর্শকদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর সব লড়াই।

    দর্শকদের সবচেয়ে বেশি প্রতীক্ষা হয়তো থাকবে বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি ম্যাচটার জন্যই। সেই সাথে সাবেক দলের সাথে দেখায় পেপ গার্দিওলা কীভাবে পরিকল্পনা সাজাবেন সেটাও হবে দেখার বিষয়। একইসাথে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়েও থাকবে আগ্রহ। গতবারের মত এবারও কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।

    তবে ড্রটা সবচেয়ে আশাব্যবাঞ্জক হয়ে এসেছে ইতালির জন্য। ইতালির তিন ক্লাব এসি মিলান, ইন্টার মিলান ও নাপোলির যেকোনো এক দলের সামনে থাকছে ফাইনাল খেলার সুযোগ। তবে তাদের আশা ভেস্তে দিয়ে ২০০৪ সালে পোর্তোর পর প্রথম পর্তুগিজ দল হিসেবে ফাইনাল খেলতে পারে বেনফিকা।

    সেমি ফাইনাল লাইন-আপ:

    রিয়াল মাদ্রিদ-চেলসির জয়ী - ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখের জয়ী

    বেনফিকা-ইন্টার মিলানের জয়ী - এসি মিলান-নাপোলির জয়ী

     

     

    সেই সাথে ইউরোপাতে টানা তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাটেড পেয়েছে স্প্যানিশ প্রতিপক্ষ। সর্বোচ্চ ৬ বার ইউরোপা লিগ জয়ী সেভিয়াকে সামনে পেয়ে সবচেয়ে বন্ধুর পথ পাড়ি দিতে হবে এরিক টেন হাগের দলকেই। এছাড়া আর্সেনালকে তাক লাগিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া স্পোর্টিং লিসবন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জুভেন্টাসকে।

    সেমি-ফাইনালের লাইন-আপ:

    জুভেন্টাস-স্পোর্টিং লিসবনের জয়ী - ম্যানচেস্টার ইউনাইটেড-সেভিয়ার জয়ী

    ফেয়নুর্দ-রোমার জয়ী - লেভারকুসেন-ইউনিয়ন সা জিলোয়াসের জয়ী