এল ক্লাসিকো: লা লিগার অঘোষিত ফাইনাল?
লিওনেল মেসি বিদায় নেওয়ার পর গত তিন মৌসুমে মাদ্রিদের দুই দলকে লিগ জিততে দেখেছে বার্সেলোনা। ২০১৮-১৯ মৌসুমের পর এবার আবার লা লিগা জেতার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে ক্লাবটি। ২৫ ম্যাচ শেষে জাভির শিষ্যরা এখন বাকি লিগের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে আছে। তবে নয় পয়েন্ট দূরে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এখনো আশা ছেড়ে দিচ্ছে না। কামব্যাক করে ম্যাচ জেতাকে অভ্যাসে পরিণত করে ফেলা মাদ্রিদকে শিরোপা ধরে রাখতে হলে লিগের দৌড়েও করতে হবে অসম্ভাব্য এক কামব্যাক।
রিয়াল মাদ্রিদ কি কামব্যাক করতে পারবে, না কি বার্সা নির্বিঘ্নে লিগ জেতবে- সেটা অনেকাংশেই নির্ভর করবে আজকের এল ক্লাসিকোর উপর। শিরোপা লড়াইয়ে ফিরতে হলে ন্যু ক্যাম্পে আজ জিততেই হবে রিয়ালকে। এই ম্যাচে হারলে বার্সার চেয়ে ১২ পয়েন্টেই পিছিয়ে যাবে তারা, এক অর্থে ছিটকে যাবে শিরোপার লড়াই থেকেই।
দুই দলের অবস্থা
বার্সেলোনা
সাম্প্রতিক ফর্ম: ম্যান ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগে, এবং আলমেরিয়ার বিপক্ষে লা লিগা- টানা দুই ম্যাচে হারার পর আবার ঘুরে দাঁড়িয়েছে জাভির দল। এরপর টানা তিন ম্যাচে জিতেছে তারা, যার মধ্যে একটি এসেছে কোপা দেল রেতে রিয়ালের বিপক্ষে।
তারকা খেলোয়াড়: ২১ ম্যাচে ১৫ গোল ও ৬ অ্যাসিস্ট করা রবার্ট লেভানডফস্কি বার্সেলোনার জার্সিতে ভালোই ছন্দে আছেন। ইনজুরির জন্য গত এল ক্লাসিকো খেলতে না পারা এই ৩৪ বছর বয়সী ফরওয়ার্ড এই ম্যাচের জন্য মুখিয়ে থাকবেন, তাতে সন্দেহ নেই। এ মৌসুমে রিয়ালের বিপক্ষে ইতোমধ্যে এক গোল ও দুই অ্যাসিস্ট করেছেন তিনি।
ইনজুরি-নিষেধাজ্ঞা: লাল কার্ডের নিষেধাজ্ঞা থেকে ফিরে এই ম্যাচে আবার শুরু করতে পারেন বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। পেদ্রি ও ডেম্বেলে এখনো ইনজুরির জন্য বাইরে।
সম্ভাব্য একাদশ: টার স্টেগান; কুন্ডে, আরাউহো, ক্রিশ্চেনসন, বালদে; ডি ইয়ং, বুস্কেটস, কেসি; রাফিনহা, লেভানডফস্কি, গাভি।
রিয়াল মাদ্রিদ
সাম্প্রতিক ফর্ম: সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে মাত্র একটিতে হেরেছে রিয়াল। তবে সেই এক পরাজয়ই বার্সেলোনার বিপক্ষে। লিগে রিয়ালের ফর্ম যদিও একটু নাজুক। লা লিগায় সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ৫টিতে জিতেছে তারা, হারিয়েছে ১২ পয়েন্ট।
তারকা খেলোয়াড়: করিম বেনজেমা। মৌসুমের একটি বড় সময় ইনজুরির জন্য মাঠের বাইরে থাকলেও যখন ফিরেছেন, গোল নিয়েই ফিরেছেন বেনজেমা। ১৫ ম্যাচ খেলে লিগে ১১ বার জালের দেখা পেয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। বার্সেলোনার বিপক্ষে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এই ব্যালন ডি’অরজয়ীর দিকেই তাকিয়ে থাকবে মাদ্রিদ।
ইনজুরি-নিষেধাজ্ঞা: মাদ্রিদ দলের একমাত্র ইনজুরড খেলোয়াড় ডেভিড আলাবা। দলের অপর লেফটব্যাক ফারল্যান্ড মেন্ডি দীর্ঘ ইনজুরি থেকে ফিরেছেন। লিভারপুলের বিপক্ষে বেনজেমা চোট নিয়ে মাঠ ছাড়লেও এই ম্যাচে তার খেলার কথা রয়েছে।
সম্ভাব্য একাদশ: কর্তোয়া; কারবাহাল, মিলিতাও, রুডিগার, নাচো; মদ্রিচ, কামাভিঙ্গা, ক্রুস; ভালভার্দে, বেনজেমা, ভিনিসিয়াস।