• লা লিগা
  • " />

     

    কেসির শেষ মুহূর্তের গোলে শিরোপার দোরগোড়ায় বার্সা

    কেসির শেষ মুহূর্তের গোলে শিরোপার দোরগোড়ায় বার্সা    

    বার্সেলোনা ২:১ রিয়াল মাদ্রিদ 


    শিরোপার লড়াইয়ে ফিরতে এই ম্যাচে জিততেই হতো রিয়াল মাদ্রিদকে। এক সময় মনে হচ্ছিল সেদিকেই এগুচ্ছে ম্যাচ। কিন্তু ভিএআরের দেওয়া অফসাইডে তাদের জয়সূচক গোলটি বাতিল হওয়ার পর ম্যাচের একদম শেষ মুহূর্তে ফ্র্যাঙ্ক কেসির গোলে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় বার্সেলোনাই। 

    তিন সপ্তাহে দ্বিতীয়বারের মতো রিয়ালকে হারানো বুস্কেটসদের জন্য এই জয়ের গুরুত্ব যেকোনো সাধারণ এল ক্লাসিকোর চেয়ে বেশি। এই জয়ে শেষ ১২ ম্যাচের জন্য ১২ পয়েন্টের বিশাল লিড পেয়ে গেছে বার্সা। সবকিছু ঠিকঠাক থাকলে মৌসুমের শেষে হয়তো কেসির গোলকেই বার্সার শিরোপা-নির্ধারণী মুহূর্ত হিসেবে দেখা হবে। 

    ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুটা অবশ্য ভালোভাবে হয়নি বার্সার। লিগের সবচেয়ে সফল রক্ষণ দশ মিনিটের মধ্যে পরাস্ত হয়, দলের সবচেয়ে দক্ষ ডিফেন্ডারের ভুলে। নবম মিনিটে বক্সে বল নিয়ে কারিগরি করতে থাকা ভিনিসিয়াসকে বার্সার পুরো রক্ষণ ঘিরে ধরলেও বাইলাইনের কাছে এসে যখন ক্রস করেন ভিনি, তখন সেটি ব্লক করতে পারেননি আরাউহো। উল্টো তার গায়ে ডিফ্লেক্টেড হয়ে নিয়ার পোস্টে টার স্টেগানকে ফাঁকি দিয়ে জালে জড়ায় বল। একরকম ভাগ্যের জোরেই ম্যাচে এগিয়ে যায় রিয়াল। 

    গোল খাওয়ার পর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেওয়া বার্সা পুরো প্রথমার্ধ চেষ্টা করে সমতা ফেরায় শেষ মিনিটে। ডান পাশ দিয়ে বল নিয়ে ক্রস করেন আরাউহো। তার ক্রস রিয়ালের দুই জনের পায়ে ডিফ্লেক্টেড হয়ে বক্সে ডি ইয়ংয়ের কাছে পৌঁছে। তার কাটব্যাক থেকে রাফিনহা শট করলে সেটিও ব্লক করে রিয়াল, তবে ফিরতি বলে নেওয়া সার্জি রবার্তোর শট কর্তোয়াকে পরাস্ত করে। 

    দ্বিতীয়ার্ধের বড় সময় বার্সা ম্যাচ নিয়ন্ত্রণ করলেও ৭৬ মিনিটে তিন জন খেলোয়াড় (সুয়ামেনি, সেবায়োস, আসেন্সিও) বদলি করে ম্যাচে গতিবিধি ঘুরিয়ে দেন কার্লো আনচেলত্তি। এবং প্রায় সাথে সাথেই গোল করে বসেন বদলি নামা আসেন্সিও। কিন্তু রিপ্লেতে দেখা যায়, কারবাহালের ক্রস থেকে শট নেওয়ার সময় অফসাইডে ছিলেন তিনি। ভিএআর চেকে বাতিল হয় রিয়ালের জয়সূচক গোল। 

    এই গোলের পরও আক্রমণে ছিল রিয়ালই। তবে কাউন্টার-অ্যাটাকে দক্ষ বার্সা এর মাঝেও কিছু ভয়ঙ্কর কাউন্টারে রিয়ালের রক্ষণকে কাঁপিয়ে দেয়। সেরকম একটি কাউন্টারেই শেষ পর্যন্ত গোল পায় স্বাগতিকরা। ৯২তম মিনিটে মাঠের বাঁ পাশে মিলিতাওকে ফাঁকি দিয়ে বালদেকে সামনে বল বাড়িয়ে দেন লেভানডফস্কি। মুহূর্তেই ফাঁকা হয়ে যাওয়া বালদে বল নিয়ে বক্সে ঢুঁকে করেন ক্রস। তার ক্রসে পা ছুঁইয়ে রিয়ার পোস্টে গোল করেন কেসি। লা লিগায় তার প্রথম গোল এটি। তার এবং বার্সার জন্য মৌসুমের সবচেয়ে স্মরণীয় গোলও হয়ে উঠতে পারে এটি।