• আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    এক সিরিজ পরেই বাদ তানভীর, ডাক পেলেন রিশাদ, জাকের

    এক সিরিজ পরেই বাদ তানভীর, ডাক পেলেন রিশাদ, জাকের    

    কদিন আগেই ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। তবে উইনিং কম্বিনেশন ধরে রাখার পথে না হেঁটে পরের সিরিজেই বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ড সিরিজে নেই আফিফ হোসেন, রেজাউর রহমান, নুরুল হাসান ও তানভীর ইসলাম। জাতীয় দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলী ও রিশাদ হোসেন।

    ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়ে অভিষেকেই ১৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তানভীর। পরের সিরিজে অবশ্য সুযোগ পেলেন না। আফিফ একটি ম্যাচ খেলে ২ রান করার পর বাদ পড়েছিলেন। এবার চলে গেলেন স্কোয়াডের বাইরেই। রাজা, সোহান অবশ্য সুযোগ পাননি। জাকের সর্বশেষ বিপিএলে কুমিল্লার হয়ে খেলেছেন। রিশাদ লেগস্পিনার, দলে একজন লেগস্পিনারের জন্য কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়া থেকেই রিশাদকে দলে আনা বলে ধারণা করা হচ্ছে।