• প্রীতি ম্যাচ
  • " />

     

    কার বিপক্ষে, কোন পায়ে, কোন প্রতিপক্ষের বিপক্ষে কত: সংখ্যায় মেসির ১০২ গোল

    কার বিপক্ষে, কোন পায়ে, কোন প্রতিপক্ষের বিপক্ষে কত: সংখ্যায় মেসির ১০২ গোল    

    কুরাকাওয়ের বিপক্ষে প্রথম গোল করেই লিওনেল মেসি ছুঁয়ে ফেললেন কীর্তিটা। আর্জেন্টিনার জার্সিতে হয়ে গেল তার শততম গোল। এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের কীর্তি ছিল শুধু ইরানের আলি দাইয়ি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। দক্ষিণ আমেরিকার প্রথম ফুটবলার হিসেবে মেসি গড়লেন এই কীর্তি। পরে আরও দুই গোল করে মেসি সংখ্যাটা নিয়ে গেছেন ১০২ তে। সব মিলে জাতীয় দলের হয়ে তার ১৭৪ ম্যাচে গোল হয়েছে ১০২টি। এক নজরে মেসির গোলগুলো কীভাবে এলো দেখে নেওয়া যাক... 

     

    হ্যাটট্রিক- ৯টি 

    কোন সালে কত

    ২০০৫: ০ গোল

    ২০০৬: ২ গোল

    ২০০৭: ৬ গোল

    ২০০৮: ২ গোল

    ২০০৯: ৩ গোল

    ২০১০: ২ গোল

    ২০১১: ৪ গোল

    ২০১২: ১২ গোল

    ২০১৩: ৬ গোল

    ২০১৪: ৮ গোল

    ২০১৫: ৪ গোল

    ২০১৬: ৮ গোল

    ২০১৭: ৪ গোল

    ২০১৮: ৪ গোল

    ২০১৯: ৫ গোল

    ২০২০: ১ গোল

    ২০২১: ৯ গোল

    ২০২২: ১৮ গোল

    ২০২৩: ৪ গোল*

     

    কোন দলের বিপক্ষে কত 

    বলিভিয়া- ৮ 

    ইকুয়েডর- ৬

    উরুগুয়ে- ৬

    ব্রাজিল- ৫

    চিলি- ৫

    এন্তোনিয়া- ৫

    প্যারাগুয়ে- ৫

    ভেনেজুয়েলা- ৫

    মেক্সিকো- ৪

    পানামা- ৪

    কলম্বিয়া- ৩

    ক্রোয়েশিয়া- ৩

    কুরাসাও-৩

    ফ্রান্স- ৩ 

    স্পেন- ২

    জার্মানি- ১ 

    নেদারল্যান্ডস- ১ 

    পর্তুগাল- ১ 

    মোট দলের বিপক্ষে গোল- ৩৭

     

     

    প্রতিযোগিতা ভেদে 

    প্রীতি ম্যাচ- ৪৮

    কোপা আমেরিকা- ১৩ 

    বিশ্বকাপ বাছাই- ২৮ 

    বিশ্বকাপ- ১৩ 

     

    মহাদেশ ভেদে 

    দক্ষিণ আমেরিকা- ৪৭ 

    ইউরোপ- ২৩ 

    উত্তর আমেরিকা- ২১

    এশিয়া- ৬ 

    আফ্রিকা- ৫ 

     

    বয়সের হিসাবে 

    ২০-এর আগে: ৪

    ২০-৩০: ৫৪

    ৩০+: ৪৪ 

     

    যেভাবে গোল 

    পেনাল্টি- ২৪ 

    ফ্রিকিক- ১০ 

    ওপেন প্লে- ৬৮

    বক্সের বাইরে থেকে- ২৩ 

    বক্সের ভেতর থেকে- ৭৯