তাইজুলের ঘূর্ণির পর শেষ বিকেলে বাংলাদেশের শঙ্কা
১ম টেস্ট, মিরপুর (টস-আয়ারল্যান্ড/ব্যাটিং)
আয়ারল্যান্ড- ২১৪, ৭৭.১ ওভার (টেক্টর ৫০, টাকার ৩৭, ক্যাম্ফার ৩৪, তাইজুল ৫/৫৮, মিরাজ ২/৪৩, এবাদত ২/৫৪)
বাংলাদেশ-৩৪/২ (তামিম ২১, মুমিনুল ১২, অ্যাডেয়ার ১/৩, ম্যাকব্রাইন ১/১৩)
১ম দিন, স্টাম্পস
আয়ারল্যান্ডের হয়ে আজ টেস্ট অভিষেক হয়েছিল ৬ জন ক্রিকেটারের। আইরিশদের জার্সি বিবেচনা করলে অবশ্য সংখ্যাটা দাঁড়ায় ৭ জনে; পিজে মুর যে কি না এই বাংলাদেশেই শেষ টেস্ট খেলেছিলেন জিম্বাবুয়ের হয়ে, তিনি আজ আয়ারল্যান্ডের জার্সি চাপিয়ে প্রথম পা রেখেছেন টেস্ট আঙিনায়। অন্যদিকে বাংলাদেশ নেমেছিল ৬জন বোলার নিয়ে। সাকিবের সেই সিদ্ধান্তের প্রতিফলনটা প্রথম সেশন থেকেই মিলেছিল একটু একটু করে। ৫ম ওভারেই দলে ফেরত আসা শরিফুল ইসলামের আঘাতে ফিরে যান অভিষিক্ত মারে কামিন্স। এবাদত হোসেনের আঘাতে এরপর সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জেমস ম্যাককোলাম। তাইজুল ইসলাম এরপর আক্রমণে এলে আরও চাপে পড়ে যায় আইরিশরা। তারই পরিক্রমায় অধিনায়ক অ্যান্ডি বালবির্নিও ফিরে যান ১৬ রানে। লাঞ্চে আয়ারল্যান্ড তুলতে পারে ৬২ রান।
তবে লাঞ্চের পর নিজেদের সামলে নিয়ে দারুণভাবেই আগাচ্ছিল আইরিশরা। কার্টিস ক্যাম্ফারের সাথে জুটি গড়ে লরকান টাকার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সাথে টাকারও পেয়ে যান ফিফটি। তবে চা-বিরতির একটু আগেই বিপদে পড়ে যায় তারা। ফিফটির পরপরই মিরাজের বলে স্ট্যাম্প খুইয়ে ফেরেন টাকার, ৫০ রানে। তার পরের ওভারেই তাইজুলের বলে ফিরে মুরের আইরিশ অভিষেকতা মোটেও সুখকর হয়নি। এক ওভার পরেই বেরিয়ে এসে খেলতে গিয়ে তাইজুলের শিকার হয়ে ৩৪ রানে ফিরে যান ক্যাম্ফার। ১২২-৩ থেকে মুহূর্তেই ১২৪-৬ হয়ে দাঁড়ায় তাদের স্কোরবোর্ড।
চা-বিরতির পর অ্যান্ডি ম্যাকব্রাইন ফেরেন ১৯ রানে, মিরাজের শিকার হয়ে। এক প্রান্ত আগলে টাকার খেলতে থাকলেও ভয়ংকর হয়ে ওঠা তাইজুল হন্তারকের ভুমিকায় অবতীর্ণ হন; টাকারকে ফেরান ৩৭ রানে। অন্য প্রান্তে লড়্রে যাওয়া মার্ক অ্যাডেয়ারের প্রতিরোধও ভেঙে যায় তাইজুলের কারণে; ৩২ রানে অ্যাডেয়ার ফেরেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। হিউমকে ফিরিয়ে এরপর কফিনের শেষ পেরেকটা ঠোকেন মিরাজ।
বাংলাদেশের শুরুটাও অবশ্য এরপর ভয়াবহ। অ্যাডেয়ারের বলে স্টাম্প খুইয়ে প্রথম বলেই ফিরে যান শান্ত। দিনের বাকি অংশ মুমিনুলের সাথে জুটি গড়ে পার করার চেষ্টা করছিলেন তামিম। তবে শেষদিকে এসে ওই অ্যাডেয়ারকে ক্যাচ দিয়ে ম্যাকব্রাইনের শিকার হয়ে তামিম ফেরেন ২১ রানে। প্রথম দিনের শেষটা তাই কিছুটা হলেও বাংলাদেশ শিবিরের কপালে ভাঁজ ফেলার কথা।