• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    কেন নিষিদ্ধ হলেন মেসি? পিএসজিতে তার ভবিষ্যত কী?

    কেন নিষিদ্ধ হলেন মেসি? পিএসজিতে তার ভবিষ্যত কী?    

    দুই সপ্তাহ পিএসজিতে 'নিষিদ্ধ' হয়েছেন লিওনেল মেসি। আনুষ্ঠানিক কোনো বার্তা না এলেও জানা গেছে বুধবার থেকেই কার্যকর এই নিষেধাজ্ঞা। এই দুই সপ্তাহ পিএসজির হয়ে খেলতে বা অনুশীলন করতে পারবেন না। পাবেন না বেতনও। মিস করবেন ফ্রেঞ্চ লিগে শেষ দিকের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা পেলেন মেসি? পিএসজিতে তার ভবিষ্যতই বা কী? 

    যে কারণে নিষিদ্ধ... 

    এই সপ্তাহেই লরিয়ের সাথে ফ্রেঞ্চ লিগের ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি। খেলেছেন পুরো ৯০ মিনিট। পরের দিন সৌদি সরকারের বিশেষ দূত হিসেবে একটা প্রচারণায় অংশ নিতে পুরো পরিবার নিয়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। সেখানে ফটোশুটে অংশ নিয়েছেন, ফেসবুকে পোস্টও নিয়েছেন প্রচারণার। এক দিন পরেই জানা যায় মেসি ক্লাবের অনুমতি না নিয়ে যাননি। সেজন্যই এই নিষেধাজ্ঞা। তবে আর্জেন্টাইন পত্রিকা ডাইয়রিও ওলে বলছে, সোম ও মঙ্গলবার ছুটি ধরেই মেসি গিয়েছিলেন সৌদি আরবে, ক্লাবকে সেভাবেই বলা ছিল তার। সোমবার মে দিবসের ছুটি ও পরের দিন ডে অফ মিলে দুই দিন অনুশীলন থাকার কথা ছিল না পিএসজির। মেসি ছুটি সেভাবেই সাজিয়েছিলেন। কিন্তু রবিবারের হারের পর পিএসজি পরের দিন অনুশীলন দিয়ে দেয়। শেষ মুহূর্তে যাত্রাটা বাতিল না করেই চলে যান মেসি। পিএসজিও নিষেধাজ্ঞা দিয়েছে এই কারণেই... 

    আসল কারণ কী এটাই? 

    ক্লাবের শৃঙ্খলাভঙ্গের জন্য যে কোনো শাস্তি দিতেই পারে যে কোনো খেলোয়াড়কে। সেই হিসেবে পিএসজিও অনুশীলনে না থাকার জন্য মেসিকে শাস্তি দিতে পারে। তবে এই শাস্তির কারণ একটু অন্যরকম হতে পারে। আরব দেশের প্রতিযোগী হিসেবে পিএসজি মালিকানাধীন কাতারি গ্রুপের সাথে প্রচ্ছন্ন একটা সংঘাত আছে সৌদি আরবের। মেসি খেলেন কাতারি মালিকের অধীনে, কিন্তু শুভেচ্ছাদূত হয়েছেন সৌদি সরকারের। তাদের আমন্ত্রণে যাওয়াটা পিএসজির ভেতরেও সম্ভবত ভালোভাবে নেওয়া হয়নি। 

    মেসিকে কি মিস করবে পিএসজি? 

    চ্যাম্পিয়নস লিগ থেকে এর মধ্যেই বাদ হয়ে গেছে পিএসজি। ফ্রেঞ্চ লিগে ত্রয়েস ও অ্যাজাক্কিওর সাথে পরের দুই ম্যাচ মিস করবেন মেসি। লিগে পিএসজি এগিয়ে থাকলেও দুইয়ে থাকা মার্শেইয়ের সাথে তাদের ব্যবধান ৫ পয়েন্ট। এই মৌসুমে ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট মেসির। পিএসজির সাম্প্রতিক বাজে ফর্মের মধ্যে মেসির না থাকাটা তাদের জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে। 

    পিএসজিতে মেসির ভবিষ্যত কী? 

    এই নিষেধাজ্ঞার পর মেসির এই মৌসুম শেষে পিএসজিতে থাকার সম্ভাবনা প্রায় নেই বলেই ধারণা করা হচ্ছে। ফ্রেঞ্চ ক্লাবটির সাথে এক বছর চুক্তি বাড়ানোর কথা চললেও এখনো নতুন করে চুক্তি সই করেননি মেসি। বিশ্বকাপের পর সেটি হওয়ার কথা থাকলেও আলোচনায় অগ্রগতি হয়নি। মেসি ক্লাব ছাড়ার গুঞ্জন যখন জোরালো তখনই এই সিদ্ধান্ত এলো। বার্সেলোনা এখনো চাইছে মেসিকে, তবে সেখানে যাওয়ার পথটাও বেশ জটিল। মেসি শেষ পর্যন্ত কী করবেন সেটাই এখন অপেক্ষার।