টটেনহাম ২০২২-২৩: হাজারো দুর্দশার মাঝে কেইনের রেকর্ড ভাঙা মৌসুম
লিগ পজিশন: ৮ম
কেমন গেল মৌসুম
সাম্প্রতিক সময়ের হিসেবে এই মৌসুমটি মোটেও ভালো যায়নি টটেনহাম হটস্পারের। দুই কাপ থেকেই শুরুতে বিদায় নেওয়া, লিগে শোচনীয় কিছু পরাজয়, অ্যান্থনিও কন্তের এলোপাথাড়ি সমালোচন; সব মিলিয়ে ২০২২-২৩ মৌসুম হতাশাজনকই ছিল স্পার্স ভক্তদের জন্য। মৌসুম শেষেও ক্লাবে বিরাজ করছে নানা অনিশ্চয়তা- কোনো কোচ নেই, স্পোর্টিং ডিরেক্টর নেই, চুক্তির শেষ বছরে চলে এসেছেন হ্যারি কেইন। এসব অনিশ্চয়তার মাঝে সামনের মৌসুম নিয়েও খুব একটা আশাবাদী হতে পারছে না ভক্তরা।
যা কিছু প্রাপ্তি
১৮ই মার্চ সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে সীমিত সময়ের জন্য টেবিলের তিনে উঠে গিয়েছিল স্পার্স। কন্তে বিদায় নেওয়ার আগ পর্যন্ত গাণিতিকভাবে শীর্ষ চারে শেষ করার ভালো সম্ভাবনা ছিল তাদের। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইয়ের ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে গ্রুপ পর্বের শেষদিনে নকআউট পর্ব নিশ্চিত করেছিল লন্ডনের ক্লাবটি।
তবে, সব ছাড়িয়ে এ মৌসুমে স্পার্সের সবচেয়ে বড় প্রাপ্তি হ্যারি কেইনের করা ৩২ গোলই। লিগে ৩০ গোলের মৌসুম পার করা কেইন এবার ভেঙেছেন জিমি গ্রিভিসের ৫৩ বছরের পুরনো রেকর্ড (ইংল্যান্ডে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল)।
যা কিছু ভুলে যাওয়ার মতো
দুজন ম্যানেজারের বরখাস্ত হওয়া, সব ধরনের ফুটবল থেকে ডিরেক্টর অব ফুটবলের নিষেধাজ্ঞা পাওয়া, আর্সেনালের কাছে দুবার হারা, মালিকের বিপক্ষে ভক্তদের প্রতিবাদ-সমাবেশ, এবং মৌসুমজুড়ে বেশ কিছু শোচনীয় পরাজয়। ভুলে যাওয়ার মুহূর্তের অভাব নেই স্পার্সের।
কিন্তু এতসবের মধ্যে একটি মুহূর্তকে বাছাই করতে হলে নিউক্যাসলের বিপক্ষে ২১ মিনিটে ৫-০ গোলে পিছিয়ে যাওয়াকেই হয়তো বাছাই করবে স্পার্স ভক্তরা।
সেরা খেলোয়াড়: হ্যারি কেইন। স্বাভাবিকভাবেই।
সামনে কী?
মউরিসিও পচেত্তিনোর পর কোনো ম্যানেজারই স্পার্সে এসে সুবিধা করতে পারেননি। ২০১৯ সালে পচেত্তিনো বিদায় নেওয়ার পর মোট ছয়বার ম্যানেজার বদল করেছে ক্লাবটি। সর্বশেষ দুই পূর্ণাঙ্গ ম্যানেজার অ্যান্থনিও কন্তে ও জোসে মরিনহো, দুজনই মালিক ও বোর্ডের সঙ্গে কাজ করা নিয়ে তাদের অস্বস্তির কথা বলেছেন। এবার একজন জুতসই ম্যানেজার নিয়োগ দেওয়া এবং তাকে ঠিকমতো কাজ করতে দেওয়া স্পার্সের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
শুধু ম্যানেজারই না, নতুন স্পোর্টিং ডিরেক্টরও লাগবে স্পার্সের। সাথে লাগবে নতুন রক্ষণ, নতুন গোলরক্ষক, কয়েকজন সৃজনশীল খেলোয়াড়, আরেকজন স্ট্রাইকার। হ্যারি কেইনের চুক্তিও শেষ বছরে পৌঁছেছে। এই চুক্তি নবায়নেও মনোযোগ দিতে হবে মালিক ড্যানিয়েল লেভিকে।