কিক অফের আগেঃ সিটির ট্রেবল নাকি ইন্টারের-চমক?
ম্যাচ: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
ভেন্যু: আতার্তুক অলিম্পিক স্টেডিয়াম, ইস্তাম্বুল
সময়: ১০ই জুন, শনিবার, রাত ১টা (বাংলাদেশ সময়)
ইতিহাসে ইন্টার মিলান অনেক এগিয়ে থাকলেও ম্যাচের আগে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবারের ফাইনালে ম্যান সিটি পরিষ্কার ব্যবধানে ফেভারিট। পেপ গার্দিওলার দল ট্রেবলের মিশনে এখন পর্যন্ত একটাও ভুল কদম ফেলেনি। অনায়াসে দুটি ঘরোয়া শিরোপা বাক্সবন্দি করলেও সিটিজেনদের মূল লক্ষ্য সবসময় চ্যাম্পিয়ন্স লিগই ছিল। এবং এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো দলই তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। হেসেখেলে গ্রুপ পর্ব পের হওয়ার পর নকআউট পর্বে লাইপজিগ, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ; সবাইকে নাকানি-চুবানি খাইয়ে ফাইনালে উঠেছে গার্দিওলার দল। ফাইনালের প্রতিপক্ষও তাদের জন্য খুব একটা দুশ্চিন্তার কারণ হওয়ার কথা না।
ইন্টার মিলান এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আন্ডারডগ। তিনবার শিরোপা জিতলেও গত ১২ বছরে এবারই প্রথম শেষ ষোলো পেরিয়েছে নেরাজ্জুরিরা। এবার নকআউট পর্বে অপেক্ষাকৃত সহজ সব প্রতিপক্ষ (পোর্তো, বেনফিকা, এসি মিলান) পেলেও কখনোই পরিষ্কার ফেভারিট ছিল না ইন্টার। কিন্তু সকল হিসাব-নিকাশের ঊর্ধ্বে এসে সিমন ইনজাঘির দল শক্তভাবেই মৌসুম শেষ করতে যাচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই জেতা, কোপা ইতালিয়া শিরোপা জেতা ও লিগে শীর্ষ চারে শেষ করা ইন্টার আজকের ফাইনালে কোনো অঘটনের জন্ম দিলেও অবাক হবে না অনেকে। তবে ইন্টার জিতলে ইতিহাসে তা অঘটন হিসেবে লিপিবদ্ধ হবে।
শেষ দেখায়
ম্যান সিটি ও ইন্টার মিলান এর আগে কখনোই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়নি।
দলের খবর
ম্যান সিটি
কাইল ওয়াকারের পিঠের চোট নিয়ে কিছুটা সন্দেহ থাকলে সম্প্রতি এই ডিফেন্ডার নিজে নিশ্চিত করেছেন ফাইনালের জন্য প্রস্তুত তিনি। সিটির বাকি দল পুরোপুরি সুস্থ এবং একাদশ বলতে গেলে আগে থেকেই গুছানো।
সম্ভাব্য একাদশ (৩-২-৪-১): এডারসন; ওয়াকার, ডিয়াজ, আকানজি; স্টোনস, রদ্রি; সিলভা, গুন্ডোগান, ডি ব্রুইনা, গ্রিলিস; হালান্ড।
ইন্টার মিলান
এসি মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগে মিডফিল্ডার হেনরিক মিখাতারিয়ান চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর আর মাঠে না ফিরলেও ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। আজকের ম্যাচ ফিরতে পারেন মাঠেও। সিরি আর শেষ ম্যাচে উইংব্যাক ফেদেরিকো ডিমার্কোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তিনিও আজকের ম্যাচে ফিরতে পারেন।
সম্ভাব্য একাদশ (৩-৫-২): ওনানা; ডারমিয়ান, আচেরবি, বাস্তোনি; ডামফ্রিজ, বারেল্লা, মিখাতারিয়ান, শালানলু, ডিমার্কো; মার্টিনেজ, জেকো।