মিরপুরে শান্ত-জয়ের শোতে বড় স্কোরের আশায় বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস ২৪ ওভারে ১১৬-১
টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। তাদের একমা্ত্র সুখস্মৃতি ছিল এরপর দিনের দ্বিতীয় ওভারেই জাকির হাসানকে ফিরিয়ে দেওয়া। কিন্তু তারপর আর কোনো বিপদ হতে দেননি নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে কোনো উইকেট না হারিয়েই লাঞ্চে গেছে বাংলাদেশ।
দিনের দ্বিতীয় ওভারেই ওপেনার জাকির হাসানকে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই ফিরিয়ে দেন নিজাত মাসুদ। সকালে শুরু থেকে একটু সুইং পাচ্ছিলেন পেসাররা, এজন্যি আফগান অধিনায়ক বল করার সিদ্ধান্ত নিয়েছেন। জয় দেখেশুনে খেললেও শান্ত শুরু থেকেই ছিলেন আগ্রাসী। আফগান পেসারদের বলে একের পর এক শট খেলতে থাকেন তারা। ৫৮ বলেই শান্ত পেয়ে যান ফিফটি, টেস্ট ক্যারিয়ারে যা তার চতুর্থ।
শুরুতে একটু সতর্ক থাকলেও সময় গড়ানোর সাথে সাথে জয়ও হাত খুলে খেলতে থাকেন। দুজন সেঞ্চুরি জুটি পূর্ণ করে ফেলেন ওভারপ্রতি প্রায় পাঁচ গড়ে। আফগান বোলাররা নিয়ন্ত্রণহীন বোলিং আর একের পর এক নো বল করে শান্তদের কাজটা সহজ করে দিয়েছেন। শেষ পর্যন্ত লাঞ্চের আগে ৭৬ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন শান্ত। আর জয় ব্যাট করছিলেন ৭০ বলে ৩৮ রান করে।