সকালের বিপর্যয়ের পর শরিফুল-এবাদতের তোপে বাংলাদেশের ঘটনাবহুল ফেরা
বাংলাদেশ ৩৮২
আফগানিস্তান ৩৫-৩, ২য় দিন লাঞ্চ
মিরপুরে টেস্টের কোনো সেশন এত ঘটনাবহুল কমই কেটেছে। দারুণ বোলিং, দারুণ ক্যাচ, আবার সহজ ক্যাচ মিস, রান আউট মিস, পেসারদের দাপট- কী হয়নি? সকালে বাংলাদেশ ২০ রানের মধ্যে হারিয়েছে শেষ ৫ উইকেট। কিন্তু ব্যাট করতে নেমে শরিফুল-এবাদতদের তোপে আফগানরা ৩ উইকেট হারিয়ে ফেলেছে লাঞ্চের আগেই।
সকালের শুরুটা হয়েছিল মেহেদী হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে পয়েন্তে ক্যাচ দিয়ে আসায়। দুই রানের জন্য ফিফটি পাননি মিরাজ। এরপর মাসুদের হঠাৎ লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিকুর রহিম। ফিফটি পাওয়া হয়নি তারও। তাসকিন এলবিডব্লু হয়ে যান খানিক পরেই। এর মধ্যে বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন তাইজুলও। শেষ ব্যাটসম্যান হিসেগবে শরিফুল বোল্ড হয়ে যান মাসুদের বলে। আফগান কোচ জোনাথন ট্রট কাল ১০ দিনের মধ্যে ৫ উইকেট নিতে চান বলে মজা করেছিলেন। বাংলাদেশ হারাল ২০ রান তুলতেই।
বল করতে নেমে শুরু থেকেই বাউন্স আর সুইং পান পেসাররা। শুরুতেই ফিরে যেতে পারতেন ইব্রাহীম জাদরান, লিটন সহজ ক্যাচ ফেলে দেন শরিফুলের বলে। এর মধ্যে তাসকিন মিস করেন রান আউট। শেষ পর্যন্ত শরিফুলের বলেই উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দেন জাদরান। রহমত শাহ অন্তত তিনটি লাইফ পেয়েছেন। দুইবার স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন, আর একবার মুশফিক সহজ রান আউট মিস করেছেন। শেষ পর্যন্ত এবাদতের বলে ক্যাচ তুলে দিয়েছেন। তার আগে এবাদতের লাফিওয়ে ওঠা বলে ভালো একটা ক্যাচ নিয়েছেন জাকির হাসান, ১৭ রান করেছেন আবদুল মালিক। এই ৩ উইকেট হারিয়েই লাঞ্চে গেছে আফগানিস্তান।