• আফগানিস্তানের বাংলাদেশ সফর ২০২৩
  • " />

     

    এবাদত-মিরাজের চাপে ফলোঅনের সামনে আফগানিস্তান

    এবাদত-মিরাজের চাপে ফলোঅনের সামনে আফগানিস্তান    

    বাংলাদেশ -৩৮২, (শান্ত ১৪৬, জয় ৭৬, মিরাজ ৪৮, মুশফিক ৪৭, নিজাত ৫/৭৯)

    আফগানিস্তান- ১৪৪-৮ (জাজাই ৩৬, জামাল ৩৫ এবাদত ৪/৪৭, শরীফুল ২/২৮)   

    দ্বিতীয় দিন, চা-বিরতি

    আফগানিস্তান ২৩৮ রানে পিছিয়ে


    দিনের প্রথম সেশনের ব্যাটিং বিপর্যয়ের পর দুই পেসার এবাদত হোসেন-শরীফুল ইসলামের আগুনে বোলিংয়ে সুবিধাজনক অবস্থানে থেকেই লাঞ্চ ব্রেকে গিয়েছিল বাংলাদেশ। দিনের দ্বিতীয় সেশনে এই দুই পেসারের তোপের সাথে মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে মিরপুর টেস্টে আবারও চালকের আসনে বাংলাদেশ। চা-বিরতি পর্যন্ত এবাদত একাই নেন ৪ উইকেট। আফগানিস্তান হারিয়েছে ৮ উইকেট। চা-বিরতিতে গিয়েছে ফলো-অনের শঙ্কাকে সঙ্গী করে। ফলো-অন এড়াতে তাদের চাই আরো ৩৯ রান।

    মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই আফগান শিবিরে আঘাত হানেন শরীফুল। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি শরীফুলের বলে ক্যাচ দেন গালিতে মিরাজের হাতে।

    প্রথম স্পেলে দুই উইকেট পাওয়া এবাদত নিজের দ্বিতীয় স্পেলেও তোগ দাগিয়েছেন বল হাতে। একের পর এক টানা বাউন্সারে নাজেহাল করেছেন আফগান ব্যাটারদের। ৪০ বলে ৩৬ রান করে উইকেটে সেট হওয়া আফসার জাজাই এবাদতের তৃতীয় শিকার। শর্ট বলে তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে শরীফুলের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। টানা একই লেংথে বল করে এবাদত পেয়েছেন আমির হামজার উইকেটও। শর্ট লেগে ক্যাচ ধরেছিলেন মুমিনুল।

    এর আগে নাসির জামালকে ফিরিয়ে ৬৫ রানের জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ক্লাসিক টার্নিং অফ স্পিনিং ডেলিভারি এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন জামাল। বল সোজা প্যাডে হিট করার পর লেগ বিফোরের শিকার হন তিনি।  তাইজুল এসে নিয়েছেন ইয়ামিন আহমাদজাইয়ের উইকেট।

    তবে ভালো বোলিংয়ের সাথে পাল্লা দিতে পারেননি বাংলাদেশি ফিল্ডাররা। দুটি রান আউটের সাথে ফিল্ডারদের হাতছাড়া হয়েছে তিনটি ক্যাচ। এবাদতের বলে সর্বশেষ ক্যাচটি ছেড়েছেন শর্ট লেগে থাকা জাকির হাসান।