সাকিব, তাসকিনদের বিচক্ষণ বোলিংয়ের পর ডিএলএসে বাংলাদেশের পরিবর্তিত লক্ষ্য ১১৯
২য় টি-টোয়েন্টি, সিলেট (টস-বাংলাদেশ/ফিল্ডিং)
আফগানিস্তান- ১১৬/৭, ১৭(১৭) ওভার (ওমরযাই ২৫, ইব্রাহিম ২২, জানাত ২০, সাকিব ২/১৫, মোস্তাফিজ ২/৩০, তাসকিন ৩/৩৩)
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির বাঁধা টপকে আফগানদের অল্প রানেই আটকে ফেলেছে বাংলাদেশ। শুরুতে পিচের গতি কাজে লাগিয়ে দুর্দান্ত এক ওপেনিং স্পেলে দুই ওপেনারকেই ফিরিয়েছিলেন তাসকিন আহমেদ। ৭.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির বাঁধায় খেলা ১৭ ওভারে নেমে এলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সাকিব, নাসুমদের স্পিনের বাঁধায় সফল হতে পাড়েনই আফগানরা। দুই জাদরান ভাই ফিরেছিলেন বৃষ্টির পর সাকিবের এক ওভারেই। তবে তার ঠিক আগের ওভারেই নাসুমও পেতে পারতেন দুই উইকেট; সাকিব ও লিটন ক্যাচ মিস করায় তাকে তাই উইকেটশূন্য থাকতে হয়েছে। দুর্দান্ত এক ওপেনিং স্পেল করা তাসকিন শেষ ওভারে উইকেট পাওয়ার আগে মোস্তাফিজও যোগ দিয়েছিলেন উইকেটের মিছিলে; ওমরযাই ও জানাতের কাছে তাকে রান গুণতে হলেও ওমরযাইইয়ের বিপক্ষে শেষ হাসি হেসেছেন তিনিই।