• সিরি আ
  • " />

     

    ৬৬ বছরের রেকর্ড ভাঙলেন হিগুয়েন

    ৬৬ বছরের রেকর্ড ভাঙলেন হিগুয়েন    

    কুড়ি মিনিটের মতো তান্ডব চালালেন। লিগের শেষ ম্যাচে দল মাঠ ছাড়লো ৪-০ গোলের জয় নিয়ে। আর হ্যাট্রিকের সুবাদে গঞ্জালো হিগুয়েন নতুন করে লিখলেন ৬৬ বছরের পুরনো এক রেকর্ড। সিরি আ’র এক মৌসুমে সবচেয়ে বেশী গোল এখন নাপোলির এই আর্জেন্টাইন স্ট্রাইকারের।

     

     

    ১৯৪৯-৫০ সালে গানার নরদাল এক মৌসুমে ৩৫ গোল করেছিলেন। সেটাই ছিল সিরি আ’তে এ যাবতকালের সবচেয়ে বেশী গোলের রেকর্ড। গত রাতে ফ্রসিনোনের বিপক্ষে ম্যাচে ৭১ মিনিটে দর্শনীয় এক গোলে সে রেকর্ড ভেঙে দেন হিগুয়েন। এর আগে ৫২ ও ৬২ মিনিটে বাকি দুটো গোল করেন তিনি।

     

    ম্যাচ শেষে ২৮ বছর বয়সী স্ট্রাইকার বলছিলেন রেকর্ডটি নিয়ে তাঁর উচ্ছাসের কথা, “আমি ভীষণ গর্বিত। জানতাম আমি পারবো। শুধু ঠাণ্ডা মাথায় খেলতে হতো। প্রথমার্ধে ঠিক হচ্ছিল না। এরপর দল থেকেও সাহায্য পেলাম আর ভাগ্যক্রমে তিন তিনটা গোলও করে ফেললাম।”

     

    ১৯২৯-৩০ সাল থেকে শুরু হওয়া সিরি আ’তে এটাই এক মৌসুমে সবচেয়ে বেশী গোলের রেকর্ড। তবে এর আগের বছর ইতালিয়ান লিগে ৩৬ গোলের একটি রেকর্ড ছিল।