বোমাতংকে ম্যাচ বাতিল ওল্ড ট্রাফোর্ডে
নিরাপত্তাজনিত কারনে বাতিল হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড-বোর্নমাউথের খেলাটি। প্রিমিয়ার লিগের শেষদিনে একই সময়ে সবগুলো খেলা শুরু হবার কথা থাকলেও তাই হতে পারেনি ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচটি। পুরো স্টেডিয়াম ফাঁকা করে পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিপদ কাটান গেলেও আজ আর শুরু যায়নি খেলাটি।
খেলা শুরুর কিছুক্ষণ আগে ওল্ড ট্রাফোর্ডের স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ড ও স্ট্রেটফোর্ড এন্ড থেকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সরে যেতে বলা হয় দর্শকদের। পরে বিষ্ফোরক দ্রব্য সনাক্তের পর পুলিশি পরামর্শে বাতিল করা হয় খেলাটি। এসময় মাঠে থাকা খেলোয়াড়রাও প্র্যাকটিস সেশন বন্ধ করে স্টেডিয়াম ছেড়ে যান। এরপর শুরু হয় 'অপারেশন রেড কোড'। প্রায় দেড় ঘণ্টা পর বোমা নিয়ন্ত্রনকারী দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছালে, নিয়ন্ত্রিতভাবে বিষ্ফোরণ ঘটান হয় ওল্ড ট্রাফোর্ডেই।
চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য এই ম্যাচে জয়টা দরকার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে চতুর্থস্থানে ইউনাইটেডের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি সোয়ানসির সাথে ড্র করে প্রায় নিশ্চিত করে ফেলেছে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা। নতুন দিন তারিখ এখনও ঠিক হয়নি ম্যাচের। ওই ম্যাচ জিতলেও, গোল গড়ে সিটির চেয়ে অনেক পিছিয়ে (সিটি ৩০, ম্যানইউনাইটেড ১২) থাকায় ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন কার্যত শেষই।