আবারও সিদ্দিকের শেষ বিকেলের আক্ষেপ
মঞ্চটা প্রস্তুত ছিল, আগের দিনটা শেষ করেছিলেন শীর্ষে থেকে। শেষ দিনের শুরুটাও হয়েছিল দারুণ। শেষ তিন হোলের খেলা শুরুর আগেও জিউংউন ওয়াং থেকে এগিয়ে ছিলেন তিন শটে। কিন্তু শেষ বিকেলের শিরোপা চাপটা আর নিতে পারলেন না। শেষ দিনে এসে ওয়াং যেখানে পারের সমান শট খেলেছেন, সিদ্দিকুর রহমান সেখানে খেললেন দুটি শট বেশি। এক শটে এগিয়ে থেকে আগের দিন শেষ করেছিলেন, তাই শিরোপার মীমাংসাটাও হল মাত্র এক শটের ব্যবধানে। কাছে গিয়েও শিরোপা হাতছাড়া করার পুরনো রোগটা থেকে আজকেও বের হতে পারলেন না দেশসেরা গলফার। ২০১৩ সালে জিতা হিরো ইন্ডিয়ান ওপেন ই তাই প্রফেশনাল সার্কিটে তাঁর শেষ শিরোপা হয়ে থাকল।
আফ্রো-এশিয়া ব্যাংক মরিশাস ওপেনে দক্ষিন কোরিয়ান জিউংউন ওয়াং শিরোপা জিতেছেন চার রাউন্ডে পারের চেয়ে ছয়টি শট কম খেলে, সিদ্দিকুর রহমান সেখানে খেলেছেন পাঁচটি শট কম। শিরোপা হাতছাড়া হলেও সিদ্দিকুর রহমান মরিশাস থেকে সুখবরই আনছেন। বাংলাদেশের প্রথম গলফার হিসেবে আগামী অলিম্পিকে অংশ নেয়া নিশ্চিত হয়েছে এই ওপেন থেকেই (১৯০৪ সালের পর আবার গলফ অন্তর্ভুক্ত হচ্ছে অলিম্পিকে)। সাথে সিদ্দিকুর প্রাইজমানিও পেয়েছেন ১১১,১১০ ইউরো।
শিরোপা হারালেও সিদ্দিকুর রহমান অবশ্য হতাশ নন। খারাপ সময়টা পিছনে ফেলে এসেছেন বলেই আপাতত নির্ভার থাকতে চাইছেন। আশাবাদীও হচ্ছেন সামনের দিন নিয়ে। পূর্ণ শক্তি এবং আত্নবিশ্বাস নিয়ে অলিম্পিকের প্রস্তুতি নেয়াই আপাতত দেশসেরা এই গলফারের মূল লক্ষ্য।