• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিজন প্রিভিউ: ১১৫ অভিযোগ নিয়ে আবারও ট্রেবল তাড়া করবে সিটি?

    সিজন প্রিভিউ: ১১৫ অভিযোগ নিয়ে আবারও ট্রেবল তাড়া করবে সিটি?    

    যারা এলেন: জস্কো ভার্দিওল, মাতেও কোভাচিচ।   

    যারা গেলেন: রিয়াদ মাহরেজ, ইলকাই গুন্দোগান। 

    ফুটবলের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যান সিটি। গত মৌসুমে তারা যা অর্জন করেছে, সেটার পুনরাবৃত্তি করা যে আর সম্ভব নয়, তা স্বীকার করেছেন পেপ গার্দিওলাও। ‘এরকম মৌসুম জীবনে একবারই আসে,’ সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এই কাতালান। তবে তার মানে এই না যে সব জিতে এবার থিতিয়ে যাবে সিটিজেনরা। গত মৌসুমের ট্রেবল জয়ের পর এখন অবিসংবাদিতভাবেই ইংল্যান্ডের শ্রেষ্ঠ দল সিটি। পেপ গার্দিওলা যতদিন আছেন, সেই শ্রেষ্ঠত্ব কখনো হাতছাড়া করতে চাইবেন না। 

    যা জানা আছে 

    গুন্দোগান ও মাহরেজ, দুজনই সিটির মূল একাদশের খেলোয়াড় ছিলেন। গুন্দোগানকে প্রায় সঙ্গেই রিপ্লেস করেছে সিটি, চেলসির কোভাচিচকে এনে। মাহরেজের জায়গায় দলে আসতে পারেন ওয়েস্ট হামের লুকাস পাকেতা। এই মিডফিল্ডারের জন্য বড় অঙ্কের বিড প্রস্তুত করছে সিটি। নতুন ফরমেশনে সিটির রক্ষণ বেশি সেন্টার-ব্যাক নির্ভর হয়ে ওঠায় রেকর্ড দামে বাজারের শ্রেষ্ঠ বল প্লেয়িং সেন্টার-ব্যাককেও দলে ভিড়িয়েছে তারা (ভার্দিওল, ৯০ মিলিয়ন ইউরো)। পাকেতার দলবদল সম্পন্ন করলে গত মৌসুমের চেয়ে শক্তিশালী দল নিয়ে এবার মাঠে নামবে সিটি। 

    যা নিয়ে সংশয় 

    ফুটবলীয় কোনো ব্যাপারে সংশয় নেই ইতিহাদ স্টেডিয়ামে। গত ছয় মৌসুমে পাঁচবার, লিগ জেতাকে ছেলেখেলা বানিয়ে ফেলা সিটিজেনরা এবারও পরিষ্কার ফেভারিট। তবে সংশয় রয়েছে মাঠের বাইরের বিষয়াদি নিয়ে। গত মৌসুমে সিটির বিপক্ষে ১১৫টি অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। অর্থনৈতিক অনিয়মের এসব অভিযোগ নিয়ে এই মৌসুমে আসতে পারে রায়, সঙ্গে ‘কোর্ট–কাছারি’ তো থাকছেই। কয়েক বছর আগে উয়েফার আনা অভিযোগ ও রায় দুটোই এড়িয়ে গিয়েছিল সিটি। এবারও কোর্টে একইরকম বিজয় আশা করবে সিটি ভক্তরা। নতুবা এসব অভিযোগ প্রমাণিত হলে সাজা হিসেবে রেলিগেশন পর্যন্ত হতে পারে সিটির। 

    প্রাক-মৌসুমে 

    জাপান ও কোরিয়ায় প্রাক-মৌসুম পার করা সিটি ম্যাচ খেলেছে মোট তিনটি। বায়ার্ন মিউনিখ ও স্থানীয় দল ইয়োকোহোমার বিপক্ষে জয় তুলেছে তারা, হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। কমিউনিটি শিল্ডে আর্সেনালের বিপক্ষে নির্ধারিত সময়ে ড্র করেও হেরেছে টাইব্রেকারে। 

    শেষ পাঁচ মৌসুমে ম্যান সিটি    

    ২০২২-২৩: ১ম

    ২০২১-২২: ১ম

    ২০২০-২১: ১ম 

    ২০১৯-২০: ২য় 

    ২০১৮-১৯: ১ম

    প্যাভিলিয়নের প্রেডিকশন: প্রথম।