• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    এক নজরে ২০২৩ আইসিসি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি: বাংলাদেশের ম্যাচ কবে, কখন?

    এক নজরে ২০২৩ আইসিসি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি: বাংলাদেশের ম্যাচ কবে, কখন?    

    বিশ্বকাপ শুরুর আগে মহড়া হিসেবে হবে প্রীতি ম্যাচ; আনুষ্ঠানিক বিবৃতিতে আজ সেসব ম্যাচের সূচি ঘোষণা করল আইসিসি। গুয়াহাটি, থিরুভান্নাথাপুরাম ও হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ খেলবে দুটি ম্যাচ, দুটিই হবে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ টায়।

    বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বরেই, শ্রীলঙ্কার বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচ হবে ইংল্যান্ডের বিপক্ষে, ২ অক্টোবরে।

     

    এক নজরে অন্যান্য সূচি:

    ২৯ সেপ্টেম্বর:

    দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান (থিরুভান্নাথাপুরাম)

    নিউজিল্যান্ড-পাকিস্তান (হায়দরাবাদ)

    ৩০ সেপ্টেম্বর:

    ভারত-ইংল্যান্ড (গুয়াহাটি)

    অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস (থিরুভান্নাথাপুরাম)

    ২ অক্টোবর:

    নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (থিরুভান্নাথাপুরাম)

    অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস (থিরুভান্নাথাপুরাম)

    ৩ অক্টোবর:

    আফগানিস্তান-শ্রীলঙ্কা (গুয়াহাটি)

    ভারত-নেদারল্যান্ডস (থিরুভান্নাথাপুরাম)

    পাকিস্তান-অস্ট্রেলিয়া (হায়দরাবাদ)


    এক নজরে বাংলাদেশের সূচি: