• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, যে কারণে ডাক পেলেন বিজয়

    এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, যে কারণে ডাক পেলেন বিজয়    

    অসুস্থতা থেকে সেরে না ওঠায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার বিকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে এনামুল হক বিজয়ের নাম। আজই দলের সাথে শ্রীলংকায় যোগ দেওয়ার কথা বিজয়ের।

    কদিন ধরেই জ্বরে ভুগছিলেন লিটন দাস। দলের সাথে শ্রীলংকায়ও যেতে পারেননি। সময়মতো সেরে না ওঠায় শেষ পর্যন্ত এশিয়া কাপেই আর খেলা হচ্ছে না তার। লিটনের বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে এনামুল হক বিজয়ের নাম। সর্বশেষ ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছিলেন বিজয়। কিন্তু পারফরম্যান্স ভালো না হওয়ায় এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। ঢাকা প্রিমিয়ার লিগে রান পেলেও খোলেনি জাতীয় দলের দরজা। এবার লিটনের বিকল্প হিসেবে একজন ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান, যিনি কিপিংও করতে পারেন; এমন বিবেচনাতেই সুযোগ পেয়েছেন বিজুয়; জানিয়েছেন প্রধান নির্বাচক।

    বাংলাদেশ দলে বিজয় আসায় ওপেনিং হিসেবে তিন জনের নাম আছে বিবেচনায়। নাঈম শেখ ও তানজিদ হাসান তামিমের মধ্যে তামিমের এখনো ডেব্যু হয়নি। শ্রীলংকার সাথে বৃহস্পতিবার এই তিন জন থেকে খেলতে পারেন দুজন।