• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    অন্যরকম প্রথম

    অন্যরকম প্রথম    

    ধরুন, প্রতিপক্ষ দলের ৮ম উইকেটটি আপনার দল তুলে নিল ১৬৬ রানে । জিততে হলে তাদেরকে করতে হবে আরও ১০১ রান । এমন একটা অবস্থায় থেকেও দিনশেষে দেখা গেল আপনি পরাজিত দলের সদস্য । ম্যাচটা হেরে সেদিনই বিশ্বকাপ আসর থেকে বিদায় নিল আপনার দল । ঐদিনই আপনার বিশ্বকাপে অভিষেক এবং পরের দিন আবার আপনার ১৮তম জন্মদিন । কেমন লাগতে পারে আপনার ?

     

     

     

     

    ঘটনাটা ঘটেছিল পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের জীবনে । ১৯৭৫-এর সেই প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচে । ম্যাচটার কথা মনে হলে এখনও কষ্ট পান পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক । “আমি চেয়েছিলাম দিনটাকে স্মরণীয় করে রাখতে । এটা স্মরণীয় হয়েই থাকল কিন্তু যেভাবে আমি কল্পনা করেছিলাম, মোটেও সেভাবে নয় । মনে আছে, জন্মদিনের দিনটায় আমি কেঁদেছিলাম ।”

     

     

    প্রথম বিশ্বকাপে অংশগ্রহণের সময়কার অনুভূতির ব্যাপারে বলতে গিয়ে চমকপ্রদ এক তথ্য দিলেন । “আমরা আসলে জানতামই না বিশ্বকাপ কি । আমার মতে, কোন দলই পুরোপুরি জানত না এখান থেকে কি হতে পারে । অবশ্যই সবাই চেয়েছে ভালো কিছু করতে, যেহেতু এটার সাথে জাতীয় গৌরব জড়িত । তবে সীমিত ওভারের ক্রিকেটটাই তখন আনকোরা একটা ধারণা । পুরো ক্রিকেট সম্প্রদায়ই আসলে নতুন একটা জগতের দিকে ধাবিত হচ্ছিল ।”

     

     

     

     

    পুরো ব্যাপারটাকেই একটা উৎসবের মত লাগছিল তাঁর কাছে । যাঁদের নাম শুনে শুনে ছোট থেকে বড় হয়েছেন, তাঁদের সাথে বা বিপক্ষে খেলতে নামার অনুভূতিটা আচ্ছন্ন করে রেখেছিল । “জহির আব্বাস, মাজিদ খানরা ছিলেন আমার সতীর্থ । পুরো দলে আমি যেহেতু সবার ছোট ছিলাম, আমার ‘নিকনেম’ হয়ে গেল ‘বেবি অব দা স্কোয়াড’ । এটা নিয়ে আমি মোটেও মাথা ঘামাই নি । আমি আসলে একটা স্বপ্নের জগতে ছিলাম । ইংল্যান্ডের রানীর সাথে হাত মেলানোর সময় আমার মনেই হয়নি এটা অনেক বড় কিছু ।”

    তরুণ বয়সের কারণে জাভেদ মিয়াঁদাদের ব্যাপারটা একটু আলাদা হলেও প্রথম বিশ্বকাপটা সব ক্রিকেটারের কাছেই এসেছিল অদ্ভূত এক অভিজ্ঞতা হয়ে । বিশ্বকাপের তাৎপর্য তথা অন্যান্য প্রভাবের ব্যাপারে তেমন কিছু চিন্তা না করেই কিন্তু ইতিহাসের অন্যতম জমজমাট এক বিশ্বকাপ আসরের কুশীলব ছিলেন তাঁরা । ক্রিকেটের প্রতি নিখাদ ভালোবাসা থেকেই এসেছিল এই উন্মাদনা, নিজেদের উজাড় করে দেওয়ার এই প্রবণতা । আর তাঁদের কারণেই অচিন্তনীয় সাফল্যের মুখ দেখে প্রথমবারের মত আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট ।  সূত্র-ক্রিকইনফো,ছবিসূত্র-গার্ডিয়ান