• লা লিগা
  • " />

     

    ডার্বিতে সাবেক শিষ্য মোরাতার জোড়া গোলে রিয়ালের ভরাডুবি

    ডার্বিতে সাবেক শিষ্য মোরাতার জোড়া গোলে রিয়ালের ভরাডুবি    

    অ্যাটলেটিকো মাদ্রিদ ৩:১ রিয়াল মাদ্রিদ 


    যেদিন জুড বেলিংহামও রক্ষা করতে পারেনি মাদ্রিদকে! অন্তিম সময়ে এসে বেলিংহামের গোলে ম্যাচ বাঁচানোটা এই মৌসুমে প্রায় রুটিনে পরিণত করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু রোববারের মাদ্রিদ ডার্বিতে সফরকারীদের সেই সুযোগ দেয়নি ডিয়েগো সিমিওনের দল। আঁতোয়া গ্রিজমানের গোল ও আলভারো মোরাতার জোড়া গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই একরকম জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ।   

    মেট্রোপালিতানো স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ফেভারিট ছিল রিয়ালই। পূর্বের ১৪ মাদ্রিদ ডার্বির মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া অ্যাটলেটিকো তাদের সর্বশেষ লিগ ম্যাচেও ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে ৩-০ গোলে। অপরদিকে মাদ্রিদ তাদের শুরুর পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট তুলে পা রেখেছিল মেট্রোপালিতানোতে। কিন্তু মেট্রোপালিতানোর আবহ, অ্যাটলেটিকোর উদ্যম ও সিমিওনের ট্যাকটিসের সামনে এদিন তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি সফরকারীরা। 

    কার্লো আনচেলত্তির দল কিছু বুঝে উঠতে পারার আগেই মেট্রোপালিতানোতে পিছিয়ে যায় মোরাতার গোলে। তৃতীয় মিনিটে লুকাস ভাসকেজকে বোকা বানিয়ে বক্সের ভেতর পাঠানো সামুয়েল লিনোর ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন মোরাতা। ম্যাচে অ্যাটলেটিকোর পরের দুই গোলও আসে নিখুঁত দুই ক্রস ও হেড থেকে। 

    ১১ মিনিটে গ্রিজমানের কর্নার থেকে হিমেনেজ গোল করতে ব্যর্থ হলে এর কয়েক মিনিট পর গ্রিজমান নিজেই হেড দিয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন। এবারও লেফট উইং দিয়ে উঠে আক্রমণ। লিনোর রিভার্স পাস থেকে এবার বক্সে ক্রস পাঠান সাউল। আর সেই ক্রসে আলতো হেডে কেপাকে পরাস্ত করেন গ্রিজমান। 

    দুই গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণ অব্যাহত রাখে অ্যাটলেটিকো। তবে ৩৫ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে একটি গোল পরিশোধ করে রিয়াল। অ্যাটলেটিকোর একটি ক্লিয়ারেন্স থামিয়ে ইয়ুরেন্তেকে কাটিয়ে দারুণ এক শটে গোল করেন ক্রুস। প্রথমার্ধের শেষ মিনিটে মাদ্রিদ অফসাইড থেকে আরেকটি গোল দিলেও তা বাতিল করা হয়। 

    দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ব্যবধান দ্বিগুণ করে অ্যাটলেটিকো। এবার আক্রমণে উঠে রাইট উইঙে বল পাঠান গ্রিজমান। প্রথম টাচেই যাতে ক্রস করেন সাউল। বক্সে পুরোপুরি আনমার্কড অবস্থায় রান নেওয়া মোরাতার জোরালো হেড আবার জালের খুঁজ পায়। আলাবা-রুডিগারের সেন্টারব্যাক জুটি একটি দুঃস্বপ্নের মতো রাত পার করে। অ্যাটলেটিকোর তিন গোলের একটিতেও তারা গোলদাতাকে ঠিকভাবে মার্ক করতে সক্ষম হননি। বক্সে ঢুকা ক্রস ক্লিয়ারে এটেম্প নিতেও সক্ষম হননি। 

    ভিনিসিয়াসের অনুপস্থিতিতে আজ স্ট্রাইকার হিসেবে বেলিংহামও ম্যাচের বাকি সময় চেষ্টা করে কোনো উত্তর খুঁজে বের করতে পারেননি। যার ফলে ৩-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির দল। মৌসুমে তাদের প্রথম পরাজয় এটি। এই হারে বার্সার কাছে লিগের শীর্ষস্থানও হাতছাড়া হয়ে গেছে মাদ্রিদের। আর পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের পাঁচে অবস্থান করছে অ্যাটলেটিকো।