• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দুই লাল কার্ড, বিতর্কিত রেফারিং ও অস্বাভাবিক এক গোলে স্পার্সের জয়

    দুই লাল কার্ড, বিতর্কিত রেফারিং ও অস্বাভাবিক এক গোলে স্পার্সের জয়    

    টটেনহাম হটস্পার ২:১ লিভারপুল  


    বিতর্কিত সিদ্ধান্তে দুজন লাল কার্ড দেখার পর এবং একটি গোল বাতিল হওয়ার পরও টটেনহাম হটস্পার স্টেডিয়ামে সমতা ধরে রেখেছিল লিভারপুল। কিন্তু ভ্যান ডাইকদের শত মিনিটের প্রতিরোধ ভেঙে দিয়ে শেষ মিনিটে জাল খুঁজে পায় স্বাগতিক টটেনহাম, সেটিও এক ডিফ্লেক্টেড ক্লিয়ারেন্স থেকে। জোয়েল দুর্ভাগ্যজনক মাতিপের আত্মঘাতী গোলে এক অস্বাভাবিক জয় পেয়েছে অ্যাঞ্জ পস্তেকগলুর দল। 

    এক অর্ত্থে দুই দলের জন্য এখন পর্যন্ত মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ ছিল এটি। দুই ম্যানেজারের ট্যাকটিকাল দ্বৈরথ ও দুই পুনর্জীবিত দলের আগ্রাসন দেখার জন্য অপেক্ষা করছিল ফুটবল বিশ্ব। কিন্তু আরও একবার এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের সব আকর্ষণ কেড়ে নিলেন রেফারিরা। স্বাভাবিকভাবে ম্যাচ শুরু হওয়ার পর ২৪তম মিনিটে প্রথম আলোচনার কেন্দ্রে আসেন রেফারি। বিসুমার উপর করা এক ফাউলের জন্য কার্টিস জোন্সকে হলুদ কার্ড দেখান প্রধান রেফারি সাইমন হপার।

    কিন্তু রিপ্লেতে দেখা যায়, কার্টিস জোন্স বল খেলারই চেষ্টা করেছিলেন, তার প্রথম টাচও ছিল বলে। কিন্তু অপর প্রান্ত থেকে বিসুমাও বলে টাচ করায় কার্টিসের বুট গিয়ে পড়ে সরাসরি তার পায়ে। কিন্তু ভিএআরের পর্দায় দেখানো শুধু কার্টিসের পায়ে আঘাতের ছবি। ছোট ক্লিপটিও দেখানো হয় এমন এক অ্যাঙ্গেল থেকে, যেখান থেকে বুঝার উপায় নেই কার্টিস বলে টাচ করেছেন। এতটুকু দেখেই হলুদ কার্ড বদলে কার্টিসকে লাল কার্ড দেখান হপার। 

    এই সিদ্ধান্তের পর ১০ জনে নেমে যাওয়া লিভারপুলের খেলোয়াড়-স্বল্পতাকে কাজে লাগান জেমস ম্যাডিসন। রাইট উইঙ দিয়ে আনমার্কড অবস্থায় বক্সে প্রবেশ করে মাঝে পাস দেন ম্যাডিসন। আলতো ছোঁয়ায় যা জালে জড়ান সন। 

    প্রথমার্ধের শেষদিকে ১০ জন নিয়েই অভ্যস্ত হয়ে উঠে লিভারপুল। একাধারে বেশ কিছু আক্রমণ করেন সালাহ-ডিয়াজরা। এরকম একটি আক্রমণ থেকে যোগ করা সময়ে গোল করেন গাকপো। যোগ করা সময়ের শেষ মিনিটে সালাহর ক্রস থেকে ডিয়াজের নেওয়া শট অল্পের জন্য বাইরে না গেলে এগিয়েও যেতে পারত অলরেডরা। 

    গোলের আগে উদোগির ট্যাকেলে কিছুটা ইনজুরড হওয়া গাকপোকে মধ্য বিরতিতে উঠিয়ে নেন ক্লপ। লিভারপুল শিবির চাইলে তর্ক করতে পারে, উদোগির এই চ্যালেঞ্জ কোনো অংশে কার্টিসের চেয়ে কম ক্ষতিকর ছিল না। কিন্তু এই চ্যালেঞ্জকে লাল কার্ডের বিবেচনায় আনেনি ভিএআর।  

    দ্বিতীয়ার্ধে গাকপোর জায়গায় নামেন ডিয়গো জটা। ৬৫ মিনিটে জটাকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু রিপ্লেতে দেখা যায় নিজের পায়ে ধাক্কা খেয়েই মাটিতে পড়েছিলেন উদোগি। এক মিনিটের মধ্যে জটাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান হপার। নয়জনে নেমে আসে লিভারপুল। 

    এই লাল কার্ডের পর মাঠের বাকি দুই ফরওয়ার্ডকেও তুলে নেন ক্লপ। ৫-৩ ফরমেশনে রক্ষণে একরকম বাস পার্ক করার চেষ্টা করেন। সেই চেষ্টায় একদম পুরোপুরিই সফল ছিল অলরেডরা। কিন্তু কষ্টার্জিত এক ড্রয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মাতিপ এক ভুল করে বসেন। ম্যাডিসনের দ্রুতগতির ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন তিনি। তার পায়ে লেগেই জালে জড়ায় বল। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।