• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    সাকিব-মিরাজের স্পিন জাদু, পেসারদের তোপে ধুঁকে ধুঁকে অল আউট আফগানিস্তান

    সাকিব-মিরাজের স্পিন জাদু, পেসারদের তোপে ধুঁকে ধুঁকে অল আউট আফগানিস্তান    

    ওয়ানডে বিশ্বকাপ ২০২৩, গ্রুপ পর্ব

    বাংলাদেশ-আফগানিস্তান (টস-বাংলাদেশ/বোলিং)

    আফগানিস্তান- ১৫৬, ৩৭.২ ওভার (রহমানউল্লাহ গুরবাজ ৪৭, সাকিব ৩/৩০, মিরাজ ৩/২৫) 

    ইব্রাহিম জাদরান-রহমানউল্লাহ গুরবাজদের ওপেনিং জুটিতে বড় স্বপ্নই দেখছিল আফগানিস্তান। সেই স্বপ্ন ভেঙে দিলেন সাকিব আল হাসান। সেখান থেকেই শুরু। সাকিবের সাথে মিরাজের স্পিন জাদু, মোস্তাফিজ-তাসকিনের ব্রেকথ্রুর পর শরীফুলে শেষ পেরেক ঠোকা। ধর্মশালায় বাংলাদেশী বোলারদের দাপটে ধুঁকে ধুঁকে গুটিয়ে গেল আফগানিস্তান। 

    ৪৭ রানের জুটি ভেঙে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব। তিন নম্বরে গুরবাজ-রহমত শাহর ছোট্ট যে জুটিটা হয়েছিল সেটাও ভেঙেছেন সাকিবই। ২০ ওভার পর্যন্ত সেই ধাক্কা সামলেও উঠেছিল আফগানরা। ২০ ওভারের ড্রিংকস ব্রেকের পরই আফগানদের ওপর চড়ে বসেন বাংলাদেশী বোলাররা। আফগান অধিনায়ক শহীদিকে ডট বলের চাপে ফেলে মারতে বাধ্য করেন মিরাজ, তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দেন শহীদি। 

    বড় ইনিংসের সম্ভাবনা নিয়ে ব্যাট করতে থাকা গুরবাজকেও যেন সেই চাপ ভর করেছিল। তাই তো মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। ডিপ পয়েন্টে বেশ খানিকটা দৌড়ে এসে দারুণ ক্যাচ নেন তানজিদ তামিম। টানা দুই উইকেট হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি আফগানিস্তান। মিডল ও লেট মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি কেউই। মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরানরা ফিরেছেন সিংগেল ডিজিটে। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এসেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে।

    ৮ ওভারে ৩০ রানে তিন উইকেট নেন সাকিব। তিন মেইডেনসহ ৯ ওভারে ২৫ রানে তিন উইকেট পেয়েছেন মিরাজ। শরীফুল দুটি, তাসকিন ও মোস্তাফিজ নেন একটি করে উইকেট।