সংখ্যায় সংখ্যায় বাংলাদেশের আফগান জয়
+১.৪৩৮
এক ম্যাচ শেষে বাংলাদেশের নেট রানরেট। লিগ আকারে সাজানো এই গ্রুপ পর্বে পরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই রানরেটের হিসেব।
১৪
সাকিবের রান সংখ্যা। প্রথমবারের মতো বিশ্বকাপের প্রথম ম্যাচে হাফ-সেঞ্চুরি না করে ফিরলেন সাকিব। তবে দল জেতায় এ নিয়ে খুব একটা মন খারাপ থাকার কথা না বাংলাদেশ অধিনায়কের।
৩৭*
বিশ্বকাপে সাকিব আল হাসানের উইকেট-সংখ্যা। ডেনিয়েল ভেট্টোরিকে টপকে স্পিনারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন তিনে সাকিব।
৫৯*
শান্তর রান। বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশের যেকোনো ব্যাটারের জন্য দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
৯২
বল হাতে রেখে জয়ের হিসেবে এটিই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
৯৭
শান্ত-মিরাজের জুটি। বিশ্বকাপে তৃতীয় উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট জুটি।