• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ইয়াং, রবীন্দ্র, ল্যাথামের ফিফটির পর শেষে স্যান্টনারের ঝড়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২২

    ইয়াং, রবীন্দ্র, ল্যাথামের ফিফটির পর শেষে স্যান্টনারের ঝড়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২২    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস(টস-নেদারল্যান্ডস/ফিল্ডিং)
    নিউজিল্যান্ড - ৩২২/৭, ৫০ ওভার (ইয়াং ৭০, রবীন্দ্র ৫১, ল্যাথাম ৫৩, ভ্যান ডার মারওয়া ২/৫৬, ভ্যান মিকেরেন ২/৯, আরিয়ান ২/৬২)

    পাকিস্তানের বিপক্ষে সুযোগ তৈরি করেও সেটা লুফে নিতে পারেনি বলে আক্ষেপ ছিল নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের। সেই আক্ষেপ থেকে দৃঢ় প্রত্যয়ের অভাবটা আজ অবশ্য টের পাওয়া গিয়েছে ডাচদের খেলায়। সেটার সুযোগ নিয়েই উইল ইয়াং, রাচীন রবীন্দ্ররা শুরুর দিকেই রান তোলার কাজটা সেরে রেখেছিলেন; মাঝে অবশ্য ডাচরা লাগাম টেনে ধরলেও শেষে মিচেল স্যান্টনারের ঝড়ো ইনিংসে নিউজিল্যান্ড তুলেছে ৩২২ রান।

    আগের দিনে রান না পাওয়ায় ইয়াংয়ের শুরুটা হয় একটু সাবধানী; ফর্মে থাকা ডেভন কনওয়ের যোগ্য সঙ্গে দ্রুতই উইকেট পড়ে নিয়ে খেলতে শুরু করেন তিনি। পাওয়ারপ্লেতেই তাই দুজন মিলে তুলে ফেলে ৬৩ রান। স্রোতের বিপরীতে অবশ্য স্বচ্ছন্দে খেলতে থাকা কনওয়েই ৪০ বলে ৩২ রানে ফেরেন। তা সত্ত্বেও নিউজিল্যান্ড দলীয় শতরানের দেখা পেয়ে যায় ১৯.৩ ওভারেই। যথারীতি ইয়াং ফিফটি তুলে নিলে রবীন্দ্র দেখান তার ফর্মের ঝলক। গিয়ার পাল্টাতে গিয়ে অন্যদিকে এরপরেই ভ্যান মিকেরেনের শিকার হয়ে ইয়াং থামেন ৮০ বলে ৭০ রানে। উইকেটে এসেই ড্যারিল মিচেল কাজটা সহজ করে দিলে রবীন্দ্র পেয়ে যান বলপ্রতি ফিফটি। তবে হুট করেই মনোযোগ হারিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ভ্যান ডার মারওয়ার শিকার হয়ে ৫১ রানে থামেন রবীন্দ্র।

    সেখান থেকেই আরিয়ান দত্ত, ভ্যান মিকেরেন, ভ্যান ডার মারওয়ারা চেপে ধরলে ৪৭ বলে ৪৮ রানের বেশি মিচেল তো যেতে পারেনি নাই, সাথে গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যানও পাননি দুই অংকের দেখা। অধিনায়ক টম ল্যাথাম এক প্রান্ত ধরে রাখলে পরে অন্য প্রান্তে ঝড় তোলেন স্যান্টনার। ল্যথাম ৫৩ রানে থামলেও শেষ তিন ওভারে আসে ৫৪ রান! স্যান্টনারের ১৭ বলে ৩৬* রান ও ম্যাট হেনরির ৪ বলে ১০* রানেই তিনশো পেরুনো সম্ভব হয়েছিল কিউইদের।