টসে জিতে বোলিং নিলেন সাকিব, প্রশংসায় ভাসালেন মিরাজকে
সাকিব আল হাসানের টস জয় চলছেই। ইংল্যান্ডের সাথে টসে জিতে আগের ম্যাচের মতোই বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পিচ রিপোর্টে ধারাভাষ্যকার বলছেন, আগের ম্যাচের মতো এই উইকেটও কিছুটা স্লো হতে পারে। সময়ের সাথে এখানে ব্যাট করা সহজ হয়ে আসবে।
একটি পরিবর্তন আছে আজকের একাদশে। মাহমুদউল্লাহর জায়গায় একাদশে এসেছেন অফ স্পিনার অলরাউন্ডার শেখ মাহেদী। একটি পরিবর্তন আছে ইংল্যান্ডেও। মঈন আলীর জায়গায় এসেছেন রিস টপলি।
টসের সপময় সাকিব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মেহেদী হাসান মিরাজের্। ২০১৬ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই মিরাজের দেব্যু, মনে করিয়ে দিয়েছেন। এরপর ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি করে সাকিবের ভাষায় দলের নেতা হয়ে উঠেছেন তিনি।
বাংলাদেশ
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমদুউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
ইংল্যান্ড
ডাভিড মালান,জনি বেইরস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি