• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    মালান-রুট শো, শরীফুল-মাহেদীর লাগাম টানার চেষ্টা : বাংলাদেশের লক্ষ্য ৩৬৫

    মালান-রুট শো, শরীফুল-মাহেদীর লাগাম টানার চেষ্টা : বাংলাদেশের লক্ষ্য ৩৬৫    

    বাংলাদেশ-ইংল্যান্ড, ধর্মশালা (টস-বাংলাদেশ/বোলিং) 

    গ্রুপ পর্ব, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

    ইংল্যান্ড- ৩৬৪/৯ (৫০ ওভার), (ডাভিড মালান ১৪০, জো রুট ৮২, শেখ মাহেদী ৪/৭১, ৩/৭৫)  


    জনি বেইরস্টো-ডাভিড মালানের শতাধিক রানের ওপেনিং জুটি। সেটা ভেঙ্গেছিলেন সাকিব আল হাসান। এরপর ধর্মশালায় চলেছে মালান-রুট শো। মালান করেছেন সেঞ্চুরি, রুট ফিরেছেন আশির ঘরে। তবে এর আগে দুজনের দেড়শো পেরোনো জুটিতে বড় সংগ্রহের ভিত পায় ইংল্যান্ড। 

    দুজন যেভাবে ব্যাট করছিলেন ৪০০ পেরিয়ে যেতে পারত স্কোর অনায়াসে। তবে শরীফুল ইসলাম , শেখ মাহেদীর লাগাম টানা বোলিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে রানের চাকা আটকে ধরতে পেরেছিল বাংলাদেশ। ৪১ ওভারে ৩০০ পেরোলেও শেষ ৯ ওভারে যে ছয় উইকেট হারায় ইংলিশরা। কৃতিত্ব যেখানে শরীফুল-মাহেদীর। 

    টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১১৫ রান তোলেন বেইরস্টো-মালান। ইনিংসের ১৮-তম ওভারে এসে বেইরস্টোকে বোল্ড করে সেই জুটি ভাঙেন সাকিব। বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। তবে এরপর সুবিধাই করতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। দ্বিতীয় উইকেটে মালান-রুট মিলে গড়েন ১৫১ রানের জুটি। এই জুটির পথে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন মালান। ১০৭ বলে ১৬ চার ও ৫ ছক্কায় মালানের ক্যারিয়ারসেরা ১৪০ রানের ইনিংস থেমেছে শেখ মাহেদীর বলে বোল্ড হয়ে।

    ইংল্যান্ডের মিডল অর্ডারের তিন ব্যাটারকেই আজ ফিরিয়েছেন শরীফুল। ৮২ রানের ইনিংস খেলা জো রুটের পর টানা দুই বলে নিয়েছেন জস বাটলার ও লিয়াম লিভিংস্টোনের উইকেট। মালানের পর আরো তিন উইকেট পেয়েছেন মাহেদী। তার তিন শিকার টেইলএন্ডার স্যাম কারান, ক্রিস ওকস ও আদিল রশিদ।