দলবদলের পূর্বাপরঃ এই মৌসুমে 'ফ্রি ট্রান্সফার' হতে পারেন যাঁরা
অনেক নাটকীয়তা শেষে ফুটবলের বড় বড় লিগগুলোর ২০১৫-’১৬ মৌসুমের যবনিকাপতন হল। দলবদলের মৌসুম শুরু হতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। সকল দলের ম্যানেজাররা এবং খেলোয়াড়দের এজেন্টরা এখন দর কষাকষির প্রস্তুতি নিচ্ছেন। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের মালিকেরা চাবেন দলকে আবারো পুরনো ক্ষমতার আসনে ফিরিয়ে আনতে। আবার আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, ডর্টমুন্ডের মতো দলগুলো নিজেদের নৌকার ছিদ্র বন্ধ করতে ব্যস্ত। বড় ক্লাবগুলো খুঁজবে বুড়ো খেলোয়াড়দের যায়গায় নতুন প্রাণ এবং রিজার্ভের শক্তি বাড়াতে। এরকম অবস্থায় অনেকের হিসেব সহজ বা কঠিন করতে এই দলবদলের মৌসুমে নতুন কন্ট্রাক্ট সই করেন নি কিন্তু সকলের নজরে আছেন এমন খেলোয়ারের সংখ্যা একেবারে কম নয়। তাহলে একবার চোখ বুলিয়ে নেই এবারের দলবদলের বাজারে ‘ফ্রি ট্রান্সফার’ হতে পারেন এরকম কে কে আছেন;
গোলকিপারঃ
ফ্রেঞ্চ কিপার স্টিভ মাদান্ডার তাঁর ক্লাম মার্সেই’র সাথে চুক্তি শেষ হচ্ছে এবার। ৩১ বছর বয়স্ক মাদান্ডা ২০০৭ থেকে মার্সেই’র গোলের প্রহরী হয়ে আছেন এবং প্রায় ৪০০ ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। ইউরো ২০১৬ তে ফ্রান্স দলে হিউগো লরিসের পর দ্বিতীয় পছন্দও তিনি। যদিও লিভারপুল ছাড়া অন্যান্য বড় দলগুলোতে গোলকিপারের খুব একটা প্রয়োজন নেই কিন্তু মাদান্ডার মত অভিজ্ঞ একজন কিপার যেকোন দলেরই নজরে থাকাটা স্বাভাবিক।
ইন্টারন্যাসিওনালের সাথে ব্রাজিলিয়ান কিপার দিদার চুক্তি শেষ হয়েছে এই জানুয়ারিতেই। দিদার বয়স ৪১ হলেও তাঁর অভিজ্ঞতার কারণে অনেকেই তাঁকে চোখে রাখবে, অন্তত রিজার্ভ কিপার হলেও।
ডিফেন্ডারঃ
মামাদু সাখো’র নিষেধাজ্ঞা আর মার্টিন স্কার্টেলের ফর্মের অভাব এবার ৩৩ বছর বয়স্ক সেন্টার ব্যাক কোলো তোরে’র জন্য বিশাল সুযোগ করে দিয়েছে। লিভারপুলের হয়ে কোলো তোরে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে ম্যানেজার ইউর্গেন ক্লপের আস্থার প্রতিদানও দিয়েছেন। লিভারপুলের হয়ে এবার ইউরোপা লিগের রানার্স আপও হয়েছেন। এই জুনে লিভারপুলের সাথে তোরে’র চুক্তি শেষ হচ্ছে। তোরে’র বয়সের জন্য বড় ক্লাবগুলির কাছে হয়তো ব্রাত্য হবেন কিন্তু মাঝারি মানের ক্লাবগুলো তাঁর অভিজ্ঞতার ঝুলিকে কাজে লাগাতে চাইবে নিসন্দেহে।
পিএসজি’র ডাচ রাইট ব্যাক গ্রেগরি ভ্যান ডার ভিলের সাথে তাঁর ক্লাব চুক্তি নবায়ন করে নি। ২৮ বছর বয়স্ক এই ডিফেন্ডার ২০১০ এর নিশ্বকাপ ফাইনাল খেলেছেন এবং পিএসজির হয়ে লিগ শিরোপা জিতেছেন গত চার মৌসুম। তবে খারাপ ফর্মের কারণে এবার ম্যানেজার লঁরা ব্লাঁ’র গুড বুক থেকে নাম কাটা যাওয়ায় এবার ভ্যান ডার ভিলও নতুন ঠিকানার সন্ধানে আছেন।
ইনজুরি সমস্যায় ফেব্রুয়ারির পর থেকে মাঠে নামার সুযোগই হয় নি জুভেন্টাসের উরুগুয়ান সেন্টার ব্যাক মার্টিন ক্যাসেরেসের। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার গত দুই বিশ্বকাপেই উরুগুয়ের রক্ষণ সামলেছেন। ইনজুরি সমস্যা কাটাতে পারলে বেশ কিছু বড় দলের নজরে থাকবেন ক্যাসেরেস।
ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা নিশ্চয়ই এই মৌসুমে তাঁদের একসময়কার অপরিহার্য লেফট ব্যাক প্যাট্রিস এভরার খেলা দেখে বেশ হাহুতাশ করেছেন। ৩৫ বছর বয়সী এভরা এবার জুভেন্টাসের হয়ে সিরি আ’র শিরোপা ঘরে তুলেছেন। যদিও জুভেন্টাসের এভরার সাথে চুক্তি নবায়ন করার সম্ভাবনা প্রবল। কিন্তু এখন পর্যন্ত এভরাও ফ্রি এজেন্ট আছেন।
এছাড়াও এই মৌসুমে দল ছাড়া আছেন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক হেনরিকে(ফ্লুমিনিজ), মালাগার ফ্ল্যাভিও ফেরেইরা, লিভারপুলের হোসে এনরিকে, গেটাফের হুয়ান ভ্যালেরা, আলভারো আরোয়ো, উলফসবার্গের প্যাট্রিক অকস সহ অনেকে, এদেরকেও নতুন ঠিকানায় দেখা যাবে অচিরেই।
মিডফিল্ডারঃ
এখনো নতুন চুক্তি যেহেতু হয় নি কাজেই ধরে নেওয়া যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বোর্নমাউথের খেলাটিই ওল্ড ট্রাফোর্ডে মাইকেল ক্যারিকের শেষ খেলা ছিল। ৩৪ বছর বয়স্ক এই সেন্ট্রাল মিডফিল্ডার এখনো প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাবের প্রথম পছন্দ থাকবেন।
এসি মিলানের ক্যাপ্টেন রিকার্ডো মন্টোলিভো এখনো ক্লাবকে নতুন চুক্তির ব্যাপারে কিছু জানান নি। এসি মিলানে ইনজুরি সমস্যা জর্জরিত মন্টোলিভো দলবদলের সিদ্ধান্ত নেবেন এমন আশাতেই আছে বেশ কিছু বড় ক্লাব। ৩১ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার একসময় ইউরোপের সেরা মিডফিল্ডারদের তালিকায় ছিলেন, কিন্তু তাই বলে দলবদলের বাজারে তাঁর চাহিদা এখন খুব কমে গিয়েছে এমনও নয়।
এর আগের মৌসুমে ভ্যালেন্সিয়ার সেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া আলজেরিয়ান উইঙ্গার সোফিয়ান ফেঘুলি শৃংখলা ভঙ্গের কারণে ম্যানেজার পাকো আয়েস্তারানের চক্ষুশূল হয়ে উঠেছেন। ম্যানেজার একরম জানিয়েই দিয়েছেন ভ্যালেন্সিয়া এবার আর নতুন চুক্তি করছে না ফেঘুলির সাথে। মাত্র ২৮ বছর বয়সী এই উইঙ্গারকে ফ্রিতে পাওয়ার জন্য অনেকেই লাইন দেবে বলে ধরে নেওয়া যায়।
হাতেম বেন আরফা মিডিয়াকে জানিয়ে দিয়েছেন যে তিনি এখন ফ্রি এজেন্ট এবং ১৮টি ক্লাব তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করেছে। ফ্রেঞ্চ ক্লাব নিস এর হয়ে চমৎকার একটা মৌসুম কাটানো বেন আরফাকে হয়তো আবার ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে আগামী মৌসুমেই।
ফ্লুমিনেজের সাথে চুক্তি শেষ হচ্ছে ৩৬ বছর বয়সী রোনালদিনহোর, এছাড়াও আরো চুক্তিহীন অবস্থায় আছেন পোর্তোর ইজমাইলভ, নিউক্যাসলের গ্যাব্রিয়েল ওবের্তান, রিয়াল বেতিসের হাভিয়ের মাতিয়া, রায়ো ভায়েকানোর নেরি কাস্তিও।
ফরোয়ার্ডঃ
জানুয়ারিতেই ফুলহ্যামের স্ট্রাইকার মুসা ডেম্বেলের জন্য টটেনহ্যাম বিড করেছিল। চ্যাম্পিওনশিপে ১৫ গোল করা ডেম্বেলের সাথে টটেনহ্যামের চুক্তিটা সম্পন্ন না হলেও ফুলহ্যামে তিনি আগামীবার থাকছেন না সেটা প্রায় নিশ্চিতই।
৩৪ বছর বয়সেও এখনো ইউরোপের সবচেয়ে ভীতি উদ্রেককারী স্ট্রাইকার ইব্রাহিমোভিচ পিএসজির সাথে আর না থাকার সিদ্ধান্ত নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর মাঝে হুড়হুড়ি লাগিয়ে দিয়েছেন। ইব্রাহিমোভিচ ইংলিশ প্রিমিয়ার লিগের যেকোন বড় ক্লাবেই জায়গা করে নিতে পারবেন এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। শুধু দেখার বিষয় কে ইব্রাকে এবার ফ্রিতে ছিনিয়ে নিতে পারে।
উলফসবার্গ এবার অবশ্য নিকলাস বেন্ডনারকেও ছেড়ে দিচ্ছে। তবে বেন্ডনারকে নিয়ে ভার্চুয়াল জগতে যেরকম মাতামাতি হয় দলবদলের বাজারে সেরকম মাতামাতি হবে কিনা সেটা নিয়ে তর্কের খুব একটা সুযোগ নেই!