• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    হাশমতউল্লাহ, আজমতউল্লাহর জোড়া ফিফটির পরও বুমরাহর তোপে দিল্লিতে আফগানদের সংগ্রহ ২৭২

    হাশমতউল্লাহ, আজমতউল্লাহর জোড়া ফিফটির পরও বুমরাহর তোপে দিল্লিতে আফগানদের সংগ্রহ ২৭২    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, ভারত-আফগানিস্তান(টস-আফগানিস্তান/ব্যাটিং)
    আফগানিস্তান - ২৭২/৮, ৫০ ওভার (হাশমতউল্লাহ ৮০, আজমতউল্লাহ ৬২, ইব্রাহিম ২২, বুমরাহ ৪/৩৯, পান্ডিয়া ২/৪৩, ঠাকুর ১/৩১)

     

    দিল্লিতে এর আগের ম্যাচটাই ব্যাটিংয়ের রেকর্ড বই এলোমেলো হয়ে গেলেও আজ সেই অর্থে ডানা মেলতে পারেনি আফগান ব্যাটিং। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও আজমতউল্লাহ ওমরযাই ফিফটি করে মাঝে বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা নিয়মিত উইকেট তুলে নিয়ে লাগামছাড়া হতে দেয়নি আফগানিস্তানকে।  

    আফগান ওপেনাররা শুরুটা ভালই করেছিল। রহমানউল্লাহ গুরবাজ ধীরেসুস্থে শুরু করলেও ইব্রাহিম জাদরান এদিন তুলে নিয়েছিলেন আক্রমণের ভূমিকা। জাদরানকে ফেরাতে হলে বিশেষ কিছু দরকার ছিল; বুমরাহ করে দেখালেন সেটাই। অফ স্টাম্পের লাইনে বল পড়লেও লাইন ধরে রাখায় জাদরানের ব্যাট চুমু খেয়ে বল চলে যায় রাহুলের হাতে, আফগান ওপেনার থামেন ২৮ বলে ২২ রান শেষে। সেখান থেকে গুরবাজ নিজের সহজাত খেলাটা দিতে থাকলে ডিপ ফাইন লেগে শার্দুল ঠাকুরের দারুণ ক্যাচে তিনি থামেন ২৮ বলে ২১ রানে। সেই ঠাকুর এরপর ১৬ রানে রহমত শাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেললে তিনশোর পিচে আফগানদের অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে।

    সেই শঙ্কা থেকে দলকে উদ্ধার করেন আফগান অধিনায়ক, সাথে যোগ্য সঙ্গ দেন এদিন পাঁচে নামা ওমরযাই। ২৪-তম ওভারে দলীয় শতরান পূর্ণ করে পরের ওভারে কুলদিপ যাদবকে দুই ছয় মেরে ওমরযাই দেন গিয়ার পালটানোর ইঙ্গিত। নিয়মিত বাউন্ডারি তুলে নিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তিনি পান ৬২ বলে। পরের ওভারে পান্ডিয়াকে টানা চার-ছয় মেরে শহীদিন ফিফটি পান ৬৩ বলে। অন্য প্রান্তে ওমরযাই হাত খুলে খেলতে পারেন আঁচ করে স্লোয়ারের জালে ফেলে তার স্টাম্প উপড়ে ফেলেন পান্ডিয়া; ওমরযাই ফেরেন ৬৯ বলে ৬২ রানে। ৩৭-তম ওভারে দুইশো রান তুলে ফেলা আফগানরা যখন দিল্লির পিচ কাজে লাগিয়ে বড়ো সংগ্রহ তুলবে বলেই মনে হচ্ছিল তখনই কুলদিপ নিজের শেষ ওভার করতে এসে ৮৮ বলে ৮০ রানে থাকা শহীদিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। এরপর মোহাম্মদ নবী ব্যর্থ হলে শেষদিকে রশিদ খান, মুজিব-উর-রহমানরা চেষ্টা করলেও বুমরাহর তোপে ২৭২ রানের বেশি যেতে পারেনি আফগানরা।