• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    বিশ্বকাপে আবারও পাকিস্তানের ভীমরতি ভারতের বিপক্ষে, ১৯১ রানেই কুপোকাত

    বিশ্বকাপে আবারও পাকিস্তানের ভীমরতি ভারতের বিপক্ষে, ১৯১ রানেই কুপোকাত    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, ভারত-পাকিস্তান (টস-ভারত/বোলিং)
    পাকিস্তান - ১৯১, ৪২.৫ ওভার (বাবর ৫০, রিজওয়ান ৪৯, ইমাম ৩৬, বুমরাহ ২/১৯, পান্ডিয়া ২/৩৪, কুলদীপ ২/৩৫)

     

    বিশ্বকাপে সাতবারের দেখায় ভারতের বিপক্ষে একবারও জয় পায়নি পাকিস্তান। আজও প্রথম ইনিংস শেষে সেরকমটা হওয়ার ইঙ্গিত মিলছে। ভারতের দাপুটে বোলিংয়ে দুইশোর নিচেই গুটিয়ে গেল পাকিস্তান।

    অথচ ব্যাটিংয়ে ইমাম ও শফিকের জুটির শুরুটা একেবারেই মন্দ হয়নি। ৪১ রানের ওপেনিং জুটিটা ভাঙে মোহাম্মদ সিরাজের এলবিডব্লিউর ফাঁদে পড়ে শফিকের বিদায়ে। প্রথম পাওয়ারপ্লে শেষে ইমাম যখন হাত খোলার ইঙ্গিত দিচ্ছিলেন তখন তাকে থামান পান্ডিয়া। ৩৮ বলে ৩৬ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ইমাম ফেরার পর অবশ্য দলের হাল ধরেছিলেন বাবর ও রিজওয়ান। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মত এবারও ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিবে এই জুটি - এমনটাই মনে হচ্ছিল। দ্বিতীয় বলেই রিভিউ নিয়ে বেঁচে যাওয়া রিজওয়ান এমনিতেই ছিলেন দুর্দান্ত ফর্মে, সেই সাথে ভারত বোলারদেরকে যোগ্যতার সাথে মোকাবেলা করে বাবরের কাজটাও সহজ করে দিচ্ছিলেন। তবে ৫৭ বলে বাবর ফিফটি পাওয়ার পরের ওভারেই সিরাজের দুর্দান্ত এক ভেতরে ঢোকা বলে স্টাম্প খুইয়ে ৫০ রানেই ফেরেন তিনি।

    সেই যে শুরু এরপরই তাসের ঘরের মত লুটিয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।  ১৫৪-২ থেকে ১৯১ রানেই পাকিস্তান গুটিয়ে যায়। বাবরের মত রিজওয়ানও ৪৯ রানে থামেন বুমরাহর দারুণ এক ভেতরে ঢোকা বলে স্টাম্প খুইয়ে।  এর আগের ওভারে কুলদীপ তার ঘূর্ণিজালে আবদ্ধ করে একই ওভারে ফেরান সাউদ ও ইফতিখারকে। শেষদিকে হাত খুলে খেলার চেষ্টা করে শুধু হাসান আলীই দুই অংকে পৌঁছিয়েছিলেন। তবে পান্ডিয়া, বুমরাহ, সিরাজ, কুলদীপ, জাদেজাদের দাপটে একেবারেই সুবিধা করতে পারেনি পাকিস্তান।