বিশ্বকাপে ডাচ রূপকথার পর যেমন হলো পয়েন্ট টেবিল
টানা দুই ম্যাচ জেতা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে এক যুগ পর বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডস। ধর্মশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪৩ ওভারে। সেই ম্যাচেই প্রোটিয়া পেসারদের তোপে ৮২ রানে ডাচরা হারায় পাঁচ উইকেট। সেখান থেকে দলকে একাই টেনে নেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তার অপরাজিত ফিফটির সাথে ভ্যান ডার মারউই, আরিয়ান দত্তের ক্যামিওতে আড়াইশো ছোয়া স্কোর পায় নেদারল্যান্ডস।
আর বোলিংয়েও শুরুটা হয়েছিল দুর্দান্ত। ৪৪ রানে পাঁচ প্রোটিয়া ব্যাটার ফেরেন ড্রেসিংরুমে। লোগান ভ্যান বিক, ভ্যান মিকেরেন, ভ্যান ডার মারউই, বাস ডি লিডদের দারুণ স্পেলে থামে প্রোটিয়া ফায়ার। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তাদের প্রথম জয়। রূপকথা ই তো বটে।
বিশ্বকাপে ডাচ রূপকথার পর কেমন হলো পয়েন্ট টেবিল, সেটাও দেখে নিন