অ্যাঙ্গেলব্রেখট-ভ্যান বিকের রেকর্ড জুটিতে ডাচদের ২৬২
শ্রীলংকা-নেদারল্যান্ডস
গ্রুপ পর্ব, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (টস-নেদারল্যান্ডস/ব্যাটিং)
নেদারল্যান্ডস ২৬২, ৪৯.৪ ওভার (অ্যাঙ্গেলব্রেখট ৭০, ভ্যান বিক ৫৯, রাজিথা ৪/৫০, মাদুশংকা ৪/৪৯)
ডাচদের ইনিংসের বয়স তখন প্রায় ২২ ওভার। স্কোরকার্ড দেখে মনে হচ্ছিল দেড়শোও হয়তো পেরোবে না ইনিংস। দুই লংকান পেসারের তোপের মুখে ৯১ রানেই ৬ উইকেট পড়েছিল নেদারল্যান্ডসের। সেখান থেকে অ্যাঙ্গেলব্রেখট-ভ্যান বিকের রেকর্ড জুটিতে ডাচদের দলীয় সংগ্রহ পেরিয়েছে ২৬০।
কাসুন রাজিথা-দিলশান মাদুশংকার দারুণ বোলিংয়ে শুরুতেই হোচট খায় ডাচরা। দলীয় ৫০-এর আগেই নেই দুই ওপেনার। ৭০ পেরোতে না পেরোতে নেই আরো তিনটি। বেকায়দা এই অবস্থা থেকে দলকে লড়াইয়ের রসদ এনে দিয়েছেন অ্যাঙ্গেলব্রেখট ও ভ্যান বিক। দুজন গড়েছেন সপ্তম উইকেটে বিশ্বকাপে সর্বোচ্চ ১৩০ রানের জুটি। এই জুটির পথে অ্যাঙ্গেলব্রেখট ৫৮ বলে খেলেছেন ৭০ রানের ইনিংস। ফিফটী ছোয়ার পর ৫৯ রানে ফিরেছেন ভ্যান বিকও।
চারটি করে উইকেট নিয়েছেন মাদুশংকা ও রাজিথা।