• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    স্কটিশ পতাকা হাতে ফাইনালে!

    স্কটিশ পতাকা হাতে ফাইনালে!    

    রবিবার কোপা দেল রে এর ফাইনালে কাতালান পতাকা নিয়ে বার্সা সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল স্পেনের রাজধানী কর্তৃপক্ষ। এই ঘটনায় সমালোচনাও হয়েছিল বেশ জোরেসোরেই। 'এস্তেলাদা' নিয়ে মাঠে ঢুকতে না পারার প্রতিবাদে অনেক সমর্থকই মাদ্রিদের ফাইনাল বর্জনের কথাও বলেছিলেন। সে সিদ্ধান্ত থেকে অবশ্য এখন সরে আসতে পারেন বার্সা সমর্থকরা। বার্সেলোনার আবেদনের পর কাতালান পতাকা নিয়ে মাঠে প্রবেশের নিষেধাজ্ঞার ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছে মাদ্রিদের এক কোর্ট।  

    লাল-হলুদ স্ট্রাইপের কাতালান পতাকা নিয়ে তাই ফাইনালে মাঠে প্রবেশ নিয়ে আর কোন বাধা থাকল না। তবে পতাকার এই ঘটনা নিয়ে জলঘোলা করার প্রতিবাদে নতুন এক সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা সমর্থকরা। কাতালান পতাকার সাথে স্কটল্যান্ডের পতাকা নিয়েও মাঠে প্রবেশ করবেন তারা! ভিসেন্তে ক্যালদেরনে বার্সা-সেভিয়া ফাইনালের আগে নিজেদের সমর্থকদের প্রায় দশ হাজার স্কটিশ পতাকা সরবারহ করবে ‘কাতালান ন্যাশনালিস্ট অরগানাইজেশন’।

    স্কটল্যান্ডের পতাকাটা আসলে স্প্যানিশ কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের প্রতিবাদের ভাষাস্বরূপই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনাভিত্তিক সংগঠনটি। ২০১৪ সালে গ্রেট ব্রিটেনের সাথে থাকা না থাকা নিয়ে গণভোট হয়েছিল স্কটল্যান্ডে। ওই ভোটের আগে বিভিন্ন জনসভায় স্কটল্যান্ডের সাথে কাতালান পতাকাও শোভা পেয়েছিল মানুষের হাতে।

    কাতালান ওই সংগঠনের নেতাদের মতে কাতালুনিয়ার বিপক্ষে বৈষম্যের জবাব দেয়াই স্কটল্যান্ডের পতাকা বহনের কারণ। “আমরা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি এটা দেখাতে যে কাতালুনিয়া বৈষম্যের শিকার। স্কটল্যান্ড যুক্তরাজ্যের কাছ থেকে মত প্রকাশের যে স্বাধীনতা পেয়েছিল, কাতালুনিয়া স্পেনের কাছ থেকে ঠিক উল্টোটাই পেয়েছে।”     

    অনেকদিন ধরেই স্বাধীনতার দাবিতে সোচ্চার কাতালুনিয়ার আন্দোলনেও নতুন মাত্রা যোগ করেছিল স্কটল্যান্ডের ওই গণভোট। স্পেনের সাথে থাকা না থাকা নিয়ে মূলত নিজেদের মত প্রকাশের স্বাধীনতার জন্য বেশ আগে থেকেই আন্দোলন করে আসছে কাতালুনিয়া। নিজেদের দাবির সাথে সঙ্গতি রেখে স্কটল্যান্ডকেই ‘রোল মডেল’ হিসেবে মেনে আসছেন কাতালান অনেক রাজনীতিবীদও।