• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ইয়ানসেন, শামসির বাঁহাতের কারিশমা সামলে বাবর, শাকিল, শাদাবের প্রচেষ্টায় পাকিস্তানের সংগ্রহ ২৭০

    ইয়ানসেন, শামসির বাঁহাতের কারিশমা সামলে বাবর, শাকিল, শাদাবের প্রচেষ্টায়  পাকিস্তানের সংগ্রহ ২৭০    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা (টস-পাকিস্তান/ব্যাটিং)
    পাকিস্তান - ২৭০, ৪৬.৪ ওভার (শাকিল ৫২, বাবর ৫০, শাদাব ৪৩, শামসি ৪/৬০, ইয়ানসেন ৩/৪৩, কোটজিয়া ২/৪২)

     

    পাকিস্তানের বিশ্বকাপের আশা টিকিয়ে রাখতে হয়ত আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। চেন্নাইয়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই উদ্দেশ্যেই টসে জিতে ব্যাটিং নিয়ে বাবর আজম, সাউদ শাকিলের ফিফটিতে পেয়েছে রানের সংগ্রহ।

    পাকিস্তানের শুরুটা অবশ্য একেবারেই ভাল হয়নি। ৫ম ওভারেই আবদুল্লাহ শফিককে ফিরিয়ে নিজের পরের ওভারে আরেক ওপেনার ইমাম-উল-হককেও থামান মার্কো ইয়ানসেন। সেখান থেকে ইনিংস মেরামতের কাজটা আরও একবার বাবর-রিজওয়ান জুটি করতে থাকলে স্রোতের বিপরীতেই রিজওয়ানকে বাউন্সারের ফাঁদে ফেলে ফেরান জেরাল্ড কোটজিয়া। অবশ্য নিজের প্রথম বলেই ইয়ানসেনের ফিরতি ক্যাচের শিকার না হওয়া রিজওয়ান ৩১ রান করে হয়ত নিজের ভাগ্যকে দুষতে পারবেন না। বিশ্বস্ত ব্যাটিং সঙ্গীর বিদায়ের পর বাবর দলের শতরান পূর্ণ করেন ১৯.৪ ওভারে, ইফতিখার আহমেদকে সঙ্গী করে।

    তবে ৩১ বলে ২১ রানের পর তাব্রেইজ শামসির শিকার হয়ে ইফতিখার ফিরলে বাবর আর বেশি সময় লড়াইয়ে টিকতে পারেননি। ৬৪ বলে ফিফটি করে পরের বলেই শামসির ভেতরে ঢোকা বলে সুইপ করতে গিয়ে ডি ককের কাছে ক্যাচ দেন। দক্ষিণ আফ্রিকা অবশ্য খুবই মৃদু আবেদন করে শেষ মুহূর্তে রিভিউ চেয়ে পেয়েছিল সফলতা। আরও একটা ব্যাটিং বিপর্যয় যখন পাকিস্তানকে চোখ রাঙাচ্ছিল তখনই দলের হাল ধরেন সাউদ শাকিল-শাদাব খান জুটি। ২৮ ওভারে যেখানে ১৪১ রানে থেকে ধুঁকছিল পাকিস্তান সেখান থেকে ৩৯.৫ ওভারে যখন জুটি ভাঙে তখন পাকিস্তান পেয়ে যায় ২২৫ রানের সংগ্রহ। কোটজিয়ার শিকার হয়ে ৪৩ রানে শাদাব ফিরলেও বলপ্রতি ফিফটি পেয়ে যান শাকিল।

    শাকিলও তার অধিনায়কের মত ফিফটির পরপরই শামসির বলে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে ৫২ বলে ৫২ রানে ফিরলে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জাগে আরেকবার। সেই শঙ্কা থেকে মোহাম্মদ নাওয়াজ তাদের উদ্ধার করলেও আহামরি বড় কোনও জুটি গড়তে পারেননি কারও সাথে। ইয়ানসেনের শিকার হয়ে নবম উইকেট হিসেবে নাওয়াজ ২৩ রানে থামলে পরের ওভারেই ২৭০ রানে পাকিস্তানকে গুটিয়ে দেন এনগিডি।