• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ফারুকী, মুজিবদের সামলে লঙ্কানদের সংগ্রহ ২৪১

    ফারুকী, মুজিবদের সামলে  লঙ্কানদের সংগ্রহ ২৪১    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, আফগানিস্তান-শ্রীলঙ্কা (টস-আফগানিস্তান/বোলিং)
    শ্রীলঙ্কা - ২৪১, ৪৯.৩ ওভার (পাথুম ৪৬, মেন্ডিস ৩৯, সাদিরা ৩৬, ফারুকী ৪/৩৪, মুজিব ২/৩৮, ওমরযাই ১/৩৭)

     

    টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই এদিন ফেরেন ওপেন করতে নামা দিমুথ করুনারত্নে। ১৫ রানে করুনারত্নে ফিরলেও পাওয়ারপ্লেতেই ৪১ রানে তুলে ফেলে শ্রীলঙ্কা। আরও একবার পাথুম নিসাঙ্কার ব্যাটে রান এলে সাথে কুশল মেন্ডিস নিজেকে মেলে ধরেন। তবে ১৮.১ ওভারের মাথায় ওমরযাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা পঞ্চম ফিফটি থেকে বঞ্চিত হন নিসাঙ্কা। সেখান থেকেই আফগান বোলাররা চাপ তৈরি করলে অধিনায়ক মেন্ডিসও  বেশিক্ষণ টিকতে পারেননি। মুজিবের শিকার হয়ে ৫০ বলে ৩৯ রানে মেন্ডিস ফিরলে সাদিরা ও আসালাঙ্কা জুটি গড়ার চেষ্টা করেছিলেন।


    তবে মুজিব-রশিদের স্পিন জুটি তখন শ্রীলঙ্কার ওপর চেপে বসলে সাদিরাও থামেন; এলবিডব্লিউর ফাঁদে পড়ে তিনি ৪০ বলে ৩৬ থামলে রশিদের কাছে স্টাম্প খুইয়ে ১৪ রানে থামেন ধনঞ্জয়া। বড় একটা ধাক্কা যখন লঙ্কানরা খেতে যাচ্ছিল তখন শেষ দিকে চেষ্টা করেছিলেন ম্যাথিউজ। বিস্ময়করভাবে মাহিশ থিকশানা খেলেছেন দারুণ এক ইনিংস । ৩১ বলে ২৯ রানে থিকশানা যেই ফারুকীর কাছে থামেন সেই ফারুকীর স্লোয়ারেই বাউন্ডারিতে ধরা পড়েন ২৬ বলে ২৩ রান করা ম্যাথিউজ। ফারুকীর তোপেই তাই শ্রীলঙ্কা ২৪১ রানের বেশি যেতে পারেনি।