ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে টসে জিতে বোলিংয়ে শ্রীলংকা
বিশ্বকাপে এখনো অপরাজিত ভারত, টানা ছয় জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে তারা। অন্যদিকে কেবল দুই জয়ে সেমির আশা প্রায় নিভু নিভু শ্রীলংকার। সেমির লড়াইয়ে টিকে থাকার ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিং নিয়েছে শ্রীলংকা। শুধু সেমির লড়াই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না খেলার সম্ভাবনাও নির্ভর করছে এই ম্যাচের ওপর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইলে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে।
ভারতের একাদশ অপরিবর্তিত, শ্রীলংকা একাদশে একটি পরিবর্তন। ধনঞ্জয়া ডি সিলভার বদলে একাদশে এসেছেন দুশান হেমন্থ।
ওয়াংখেড়ের এই উইকেটে সর্বশেষ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড। যেখানে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তুলেছিল ৩৯৯ রান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
শ্রীলংকা একাদশ :
পাথুম নিসাংকা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাভিক্রমা, চারিথ আসালাংকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা, দিলশান মাদুশান।