• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    গিল-কোহলি-শ্রেয়াসের শতক মিস হলেও মিস হয়নি ভারতের রান পাহাড় গড়া

    গিল-কোহলি-শ্রেয়াসের শতক মিস হলেও মিস হয়নি ভারতের রান পাহাড় গড়া    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, ভারত- শ্রীলঙ্কা (টস-শ্রীলঙ্কা/বোলিং)

    ভারত - ৩৫৭/৮, ৫০ ওভার (গিল ৯২, কোহলি ৮৮, শ্রেয়াস ৮২, মাদুশাঙ্কা ৫/৮০, চামিরা ১/৭১)

     

    ওয়াঙ্খেড়েতে টসে জিতে বোলিংয়ের বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তবে সিদ্ধান্ত যাই হোক, ভারত তা লুফে নিয়েছে দুহাত ভরেই। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ভারত গড়েছে ৩৫৭ রানের সুবিশাল সংগ্রহ।

    অথচ দিনের মাত্র দ্বিতীয় বলেই দিলশান মাদুশাঙ্কার দারুণ এক বলে স্টাম্প খুইয়ে ৪ রানে ফিরেছিলেন ভারত অধিনায়ক। এরপর থেকেই শুরু ভারতের রান পাহাড় গড়ার কাহিনী। তবে সেই কাহিনী রচনা হয়ত হত না যদি পাওয়ারপ্লেতেই গিল ও কোহলির দেওয়া সুযোগ কাজে লাগাতে পারত শ্রীলঙ্কা। পঞ্চম ওভারে আসালাঙ্কা কাভার পয়েন্টে গিলের তুলে দেওয়া ক্যাচ মিস করার পরের ওভারেই কোহলির ফিরতি ক্যাচ নিতে ব্যর্থ হন চামিরা। দুজনের কেউ আর পেছন ফিরে তাকাননি। ১৬ ওভারেই দলীয় শতরান পূরণ করার পর বলপ্রতি ফিফটি পেয়ে যান কোহলি, গিল ফিফটি পান ৫৫ বলে। চামিরা ও হেমন্থকে দারুণ দুই ছয় মেরে গিল যখন গিয়ার পাল্টানোর ইঙ্গিত দিচ্ছিলেন, সেঞ্চুরিও তখন হাতছানি দিতে শুরু করেছিল। তবে হন্তারকের ভূমিকায় তখন ফিরে আসেন সেই মাদুশাঙ্কা, যার বলেই পড়েছিল গিলের ক্যাচ। উইকেটের পেছনে তাকে তালুবন্দি করিয়ে ৯২ রানে গিলকে থামান এই বাঁহাতি পেসার। অন্যদিকে ৪৯-তম ওয়ানডে সেঞ্চুরির ঘ্রাণ পেতে থাকা কোহলিকেও আশাহত করেন তিনিই, নিজের পরে ওভারে, ৯৪ বলে ৮৮ রানের ইনিংস থামিয়ে।

    তবে ৪০-তম ওভারের আগেই ২৫০ রান তুলে ফেলা ভারতের ইনিংসের লাগাম শ্রীলঙ্কা টেনে ধরতে পারেনি এরপর ২১ রানে রাহুলকে ফিরিয়েও। শ্রেয়াসের ঝড় বয়ে গেছে ওয়াঙ্খেড়ের বাইশ গজে। ৩৬ বলে ফিফটি পূর্ণ করা শ্রেয়াসকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাদেজাও। তবে সেঞ্চুরি স্বপ্ন বুনতে থাকা শ্রেয়াসকেও আশাহত করেছেন মাদুশাঙ্কা, ৫৬ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস শেষে। ২৪ বলে ৩৫ রান করে রান আউট হওয়ার আগে অবশ্য জাদেজা দলক ঠিকই ৩৫০ পেরুতে সাহায্য করেছেন। আর তাতেই কোনও সেঞ্চুরি ছাড়া ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে ভারত। সেই সাথে মাদুশাঙ্কা ফাইফার পেলেও তাকে মেনে নিতে হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে ফাইফারের রেকর্ড।