• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    সেমি-ফাইনালের দৌড় থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের ছিটকে পড়ার পর যেমন হল পয়েন্ট তালিকা

    সেমি-ফাইনালের দৌড় থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের ছিটকে পড়ার পর যেমন হল পয়েন্ট তালিকা    

    ঘরের মাঠে গত বিশ্বকাপেই প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। শুধু ওয়ানডে নয়, টি-টোয়েন্টিতেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাই দ্বিতীয় দল হিসেবে বাক্স পেটরা গুটিয়ে সেমির দৌড় থেকে বিদায় নিল। শিরোপার দাবিদার হিসেবে ভারতে পা রাখা জস বাটলাররা যে এমন নাজেহাল হবেন সেটা হয়ত ভাবেনি কেউই।

    ইংল্যান্ডের তলানিতেই আটকে থাকার দিনে অস্ট্রেলিয়া টানা পঞ্চম জয় তুলে নিয়েও আছে তৃতীয় স্থানে। পয়েন্ত তালিকায় রদবদল বলতে আফগানদের টপকে আবারও পাকিস্তানের পাঁচে আসা। তবে পাকিস্তানের অবিশ্বাস্য জয়ে সেমির লড়াইটাও জমে উঠেছে দারুণ। খাদের কিনারায় চলে যাওয়া নিউজিল্যান্ডকে টপকে পাকিস্তান, আফগানিস্তান চারে চলে আসার স্বপ্নও বুনতে শুরু করেছে নতুন করেই।

    বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েও পাকিস্তানের কাছে হারের জন্য বৃষ্টিকেও দুষতেই পারেন উইলিয়ামসনরা। তবে পয়েন্ট তালিকার বর্তমান অবস্থাটা আশা দেখাচ্ছে এখন বাংলাদেশ ও ইংল্যান্ড ছাড়া বাকি সব দলকেই। এক নজরে সেই তালিকাটাই দেখে রাখুন।