• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    দিল্লিতে ‘টাইমড আউট’ কান্ডের পর দুই সাকিব, শরিফুলদের সামলে আসালাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সংগ্রহ ২৭৯

    দিল্লিতে ‘টাইমড আউট’ কান্ডের পর দুই সাকিব, শরিফুলদের সামলে  আসালাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সংগ্রহ ২৭৯    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, বাংলাদেশ-শ্রীলঙ্কা (টস-বাংলাদেশ/বোলিং)
    শ্রীলঙ্কা - ২৭৯, ৪৯.৩ ওভার (আসালাঙ্কা ১০৮, সাদিরা ৪১, নিসাঙ্কা ৪১, তানজিম সাকিব ৩/৮০, শরিফুল ২/৫২, সাকিব  ২/৫৭)

    বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল মনমতই। প্রথম ওভারেই শরিফুল ফেরান পুরো টুর্নামেন্ট জুড়েই নিষ্প্রভ থাকা কুশল পেরেরাকে। তবে সেই উইকেটের কৃতিত্ব বলতে গেলে মুশফিকেরই বেশি। যেভাবে ঝাঁপিয়ে পড়ে প্রথম স্লিপে থাকা শান্তর মুখের সামনে থেকে ক্যাচটা লুফে নিলেন তাতে টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচের দাবী মুশফিক করতেই পারেন। অবশ্য সেই উইকেটের তোয়াক্কা না করে অধিনায়ক কুশল মেন্ডিসকে সঙ্গী করে প্রথম পাওয়ারপ্লেতে দলকে ৫২ রান এনে দেন পাথুম নিসাঙ্কা। মেন্ডিস খুব একটা সুবিধা করতে না পারলেও পাওয়ারপ্লের সর্বোচ্চটাই নিয়ে দারুণ খেলতে থাকেন নিসাঙ্কা। মেন্ডিস অন্য দিকে গেরো খুলতে সাকিবকে তুলে মারতে গিয়ে শরিফুলকে সহজ ক্যাচ তুলে ফেরেন ৩০ বলে ১৯ রান করে।


    ঠিক পরের ওভারেই বিশ্বকাপে প্রথম নামা তানজিম হাসান সাকিব উপড়ে ফেলেন ৩৬ বলে ৪১ রানে থাকা নিসাঙ্কার স্টাম্প। স্টাম্পে বল ডেকে নিসাঙ্কা ফিরলেও এরপর সাদিরা সামারাভিক্রমা আরও একবার বাংলাদেশের বিপক্ষে জ্বলে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন। আসালাঙ্কাকে সঙ্গী করে ১৭.৪ ওভারেই দলীয় শতরান পূর্ণ করে দিল্লির উইকেটের সদ্ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সাদিরা। তবে সেই ৪১ রানে থাকার সময় তিনিও ফেরেন সাকিবের শিকার হয়ে। বেরিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে-বলে করলেও সাকিবের গতির তারতম্যে ধরা খেয়ে মাহমুদউল্লাহকে ক্যাচ অনুশীলনের সুযোগ করে দিয়ে ফেরেন তিনি। ম্যাচের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটে এরপরেই। মাঠে ম্যাথিউজ এমন এক হেলমেট নিয়ে নামেন যেটার স্ট্র্যাপটাই ভাঙ্গা। মাঠের সময় যখন ৩.৪৯ তখন ম্যথিউজ পিচে আসায় সাকিব বল নিয়ে প্রস্তুত থাকলেও এরপর ৩.৫৪ বেজে গেলেও গার্ডই নিতে পারেননি ম্যাথিউজ! অপেক্ষা তখনও সেই হেলমেট আসার। সেই হিসাবেই সাকিব আবেদন করেন টাইমড আউটের। এমসিসির আইনানুযায়ী সময়টা ৩ মিনিট হলেও এবারের বিশ্বকাপের নিয়মানুযায়ী আগের ব্যাটার আউট হওয়ার দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটার উইকেটে এসে গার্ড নিতে হবে। ম্যাথিউজকে আম্পায়াররা ৫ মিনিট সময় দিলেও তিনি তা করতে ব্যর্থ হলে সাকিবদের আবেদন সফল হয়ে যায়, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে তাতেই প্রথমবার টাইমড আউট হন ম্যাথিউজ।

    হুট করেই লঙ্কানরা বিপদে পড়ে গেলেও ৫৬ বলে দারুণ এক ফিফটি পূর্ণ করে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যান আসালাঙ্কা। সাথে ধনঞ্জয়া ডি সিলভা যোগ্য সঙ্গ দিলে ৩৬.২ ওভারেই দলীয় দুইশো পূর্ণ করে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল লঙ্কানরা। তবে এরপরের ওভারেই মিরাজের বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে ৩৬ বলে ৩৪ রানে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন ধনঞ্জয়া। সেখান থেকে মরণ কামড় দেওয়ার সুযোগ থাকলেও বাংলাদেশ তা কাজে লাগাতে না পারায় মাহিশ থিকশানা শরিফুলের বাউন্সারে ফেরার আগে খেলে ফেলেন ১৭ রানের ইনিংস। তাতেই ১০১ বলে নিজের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি পেয়ে যান আসালাঙ্কা। ৪৯-তম ওভারে তানজিম সাকিবের বাইরের এক বল তাড়া করে ডিপ পয়েন্টে লিটনকে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০৫ বলে ১০৮ রানের ইনিংসে লঙ্কানদের লড়াইয়ের রসদ এনে দিয়েই ফিরেছেন আসালাঙ্কা। ওই ওভারেই পরে রাজিথাকে ফিরিয়ে বিশ্বকাপ অভিষেকে ৮০ রান গুনলেও তিন উইকেট পেয়ে যান তানজিম সাকিব। শেষ ওভারে চামিরা রান আউট হয়ে ফিরলে তাই শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২৭৯ রানে।