বিশ্বকাপে ইউরোপিয়ান ডার্বি : টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
আজ টস হওয়ার আগে রবি শাস্ত্রী বলে উঠলেন, 'ইউরোপিয়ান ডার্বিতে স্বাগতম।' ফুটবলের খানিকটা আবহ যেন ফুটে উঠল শাস্ত্রীর এই কথায়। ইউরোপ মহাদেশের দুই দল ইংল্যান্ড ও নেদারল্যান্ডস আজ মাঠে নামছে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে। দুই দলই ইতোমধ্যে বাদ পড়েছে সেমির দৌড় থেকে। পুনেতে টসে জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড। দুটি পরিবর্তন এসেছে একাদশে, মার্ক উড-লিয়াম লিভিংস্টোনের বদলে এসেছেন হ্যারি ব্রুক-গাস অ্যাটকিনসন। নেদারল্যান্ডস একাদশে বদল এনেছে একটি, তেজা নিদামানুরু এসেছে জুলফিকারের জায়গায়।
ইংল্যান্ড একাদশ : জনি বেইরস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ
নেদারল্যান্ডস একাদশ : ওয়েসলি বারেসি, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বিক, রুলফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন