টাইমড আউট নিয়ে সমালোচনা করায় ডোনাল্ডের কাছে ব্যাখ্যা চাইবে বিসিবি
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুজের বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করায় সাকিব আল হাসানের দিকে আঙুল তোলার জন্য দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবর ক্রিকবাজের।
টাইমড আউট কাণ্ডের পর এক সাক্ষাৎকারে এ নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন ডোনাল্ড। বলেছিলেন, “এটা খুবই হতাশাজনক ছিল। এরকম কিছু আমি দেখতে চাইনি। আমার মনে হচ্ছিল তখুনি মাঠে গিয়ে বলি, যথেষ্ট হয়েছে। এটা হওয়া উচিত নয়৷”
ডোনাল্ডের এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিসিবি। নাম প্রকাশ না করে ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, “আমরা বিভিন্ন খবরে ডোনাল্ডের এই বক্তব্য শুনেছি, এবং ব্যাপারটা বেশ সিরিয়াসলি নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।”
শ্রীলঙ্কার বিপক্ষে আসরের দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে শীর্ষ আট ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।