"মরিনহো দুই তিন-মৌসুমের বেশি ইউনাইটেডে থাকবেন না"
এখনো আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি, তবে খুব সম্ভবত সেটি সময়ের ব্যাপার। ব্রিটিশ প্রচারমাধ্যম এর মধ্যেই জানিয়ে দিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডে লুই ফন গাল অধ্যায় শেষ। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন হোসে মরিনহো। এর মধ্যেই স্কাই স্পোর্টসকে ফন গাল বিদায়ের ব্যাপারটা নাকি জানিয়েও দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মরিনহো ওল্ড ট্রাফোর্ডে এখন কেমন করবেন ?
মরিনহোকে আনা নিয়ে পক্ষে-বিপক্ষে দুই রকম মতোই আছে। তবে ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার ফিল নেভিল মরিনহোকে দুই তিন মৌসুমের বেশি ওল্ড ট্রাফোর্ডে দেখছেন না। সেটি স্পষ্ট করে জানিয়েও দিয়েছেন, “আমার মনে হয় না উনি বেশিদিন ওল্ড ট্রাফোর্ডে থাকবেন। খুব বেশি হলে দুই বা তিন বছর। তাঁর ক্যারিয়ারও সে কথা বলছে।” কোচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো ক্লাবেই খুব বেশি দিন থাকতে পারেননি মরিনহো। সবচেয়ে বেশি তিন বছর তিন মাস ছিলেন চেলসির প্রথম মেয়াদে।
নেভিল সেই কারণও ব্যাখ্যা করেছেন, “হোসে একটা ক্লাবে থাকা মানে একটা সময় গিয়ে ওই ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হবে, তাঁর প্যাটার্ন এখন এমনই। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হবে, শেষ পর্যন্ত দল সেটার জন্য ভুগবে। সেটা চেলসিতে হয়েছে, রিয়াল মাদ্রিদেও কয়েকজনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছিল বলে গুঞ্জন আছে। ওর ধরণটাই এরকম। দায়িত্ব নিয়ে সে সাফল্য এনে দেবে, কিন্তু খুব বেশিদিন কোনো ক্লাবে থাকবে না।’
কিন্তু নেভিল কি তাহলে মরিনহোকে আনার বিরোধী? নেভিল কিন্তু সেরকম কিছু বলছেন না, “সে একজন পরীক্ষিত কোচ, একজন পরীক্ষিত চ্যাম্পিয়ন। ইউনাইটেড সমর্থকেরা এমন একটা দল চায় যারা শিরোপার জন্য লড়বে, ছয় বা সাতে থেকে যারা খাবি খাবে না। সম্ভবত এই কাজের জন্য হোসেই সবচেয়ে ভালো লোক।” স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ইউনাইটেড এখনো শীর্ষ তিনে আসতে পারেনি। আর মরিনহো দুই দফায় চেলসিকে নিয়ে তিন বার লিগ জিতিয়েছেন।
কিন্তু মরিনহো ঠিক কীভাবে কাজ করবেন ? নেভিলের চোখে ব্যাপারটা এমন, “হোসেকে আমি যদ্দুর চিনি, সে খুবই সময় নিয়ে তাঁর পরিকল্পনা করে। কী করতে হবে সেটা সে খুব ভালোমতো গুছিয়ে রাখে। আমার মনে হয় সে পরের মাসে, খুব সম্ভবত ইউরোর আগেই কয়েকজন খেলোয়াড় কিনবে। প্রাক মৌসুমেই সে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। চ্যাম্পিয়নশিপ জেতার জন্য কাদের আনতে হবে সেটা আসে জানে। সে ওইভাবেই চেষ্টা করবে।”